NOW READING:
বিধানসভা থেকে সাসপেন্ড শুভেন্দু, কাল থেকে ধর্না কর্মসূচি
February 17, 2025

বিধানসভা থেকে সাসপেন্ড শুভেন্দু, কাল থেকে ধর্না কর্মসূচি

বিধানসভা থেকে সাসপেন্ড শুভেন্দু, কাল থেকে ধর্না কর্মসূচি
Listen to this article



<p>ABP Ananda Live: বিধানসভা থেকে সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাসপেন্ড বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ, বিশ্বনাথ কারক। ৩০ দিনের জন্য সাসপেন্ড ৪ বিধায়ক। বিধানসভার বাইরে এসে বিরোধী দলনেতা নিশানা করেন রাজ্য সরকারকে। কটাক্ষ করেন আনসারুল বাংলার সরকার&nbsp; বলে। অভিযোগ করেন, সংবিধান, সংসদীয় ব্যবস্থা মানে না তৃণমূল। এ রাজ্যে সরস্বতী পুজোয় হামলা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে। হুমকির মুখে পড়তে হয়েছে সরস্বতী পুজো করতে চেয়ে। তারপর কোর্টের অর্ডার নিয়ে পুলিশ বসিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো করতে হয়েছে। সশস্ত্র পুলিশ, আইপিএস-দের নজরদারিতে বিদ্যার দেবীর পুজো করতে হয়েছে।&nbsp; তিনি জানান, সরস্বতী পুজোয় বাধাদান নিয়ে মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছিল বিজেপি। কিন্তু স্পিকার এই নিয়ে কোনও আলোচনা চাননি। শুভেন্দু বলেন, ‘বিজেপি বিধায়কদের টার্গেট করা হচ্ছে’। তাঁর অভিযোগ, বিধানসভায় সোমবার ছিলেন না বিধায়ক বিশ্বনাথ কারক। অথচ তাঁকেও সাসপেন্ড করা হয়েছে।&nbsp;</p>



Source link

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal