‘আমি এই রায়ে খুশি নই,…উচ্চ আদালতে পরিবার যাবে, সাথে আছি’, মন্তব্য শুভেন্দুর
![‘আমি এই রায়ে খুশি নই,…উচ্চ আদালতে পরিবার যাবে, সাথে আছি’, মন্তব্য শুভেন্দুর ‘আমি এই রায়ে খুশি নই,…উচ্চ আদালতে পরিবার যাবে, সাথে আছি’, মন্তব্য শুভেন্দুর](https://i1.wp.com/feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/20/ad503a6445808df782dec7893d5d77a61737386812385894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&w=991&resize=991,564&ssl=1)
ABP Ananda LIVE: আর জি কর-কাণ্ডে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড । চিকিৎসক ধর্ষণ-খুনে সিভিক ভলান্টিয়ারের আমৃত্যু কারাদণ্ড । এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয়: বিচারক । নিহত চিকিৎসকের পরিবারকে ১৭ লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ । ‘কর্মস্থলে চিকিৎসকের মৃত্যু, তাই রাজ্যকে আর্থিক সাহায্য দিতে হবে’ । সরকারকে ১৭ লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ আদালতের । আমরা কোনও আর্থিক সাহায্য চাইনি, বিচারককে বললেন নিহতের পরিবার । ক্ষতিপূরণ নয়, বিচার চাই, বিচারককে বললেন নিহত চিকিৎসকের পরিবার । আর্থিক সাহায্যের টাকা নিয়ে কী করবেন, তা আপনাদের ব্যাপার: বিচারক । আর জি কর-কাণ্ডে ৩টি ধারায় দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় । BNS 64 ধারা (ধর্ষণ): দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় । BNS 66 ধারা (ধর্ষণের সময় এমন আঘাত করা, যার জেরে মৃত্য়ু হতে পারে । BNS 103 (1) (খুন): দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়