মেদিনীপুর: মূলত রাজ্যে ঘটে চলা একের পর এক ঘটনায় একটাই প্রশ্ন বারবার ফিরে আসছে। দায়ী কে ? মিলছে কি প্রতিবাদের সাজা ? সম্প্রতি বিষাক্ত স্যালাইনে প্রসূতি মৃত্যুর পর তোলপাড় হয়েছে রাজ্য। নিষিদ্ধ স্যালাইন ব্যবহারের ছবি হাসপাতালগুলিতে ফিরেছে বারবার। বাইরে যখন প্রতিবাদের ঝড়, ঠিক তখনই একাধিক চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। এদিন প্রসূতি মৃত্যুর প্রতিবাদে মেদিনীপুরে মিছিলে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মেদিনীপুরে গিয়ে তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন। স্যালাইনকাণ্ডে মুখ্যমন্ত্রীর গ্রেফতারির দাবি জানিয়েছেন তিনি।
সম্প্রতি সন্তান প্রসবের পরই, মৃত্য়ুর কোলে ঢলে পড়েন এক প্রসূতি।পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়ালের তৈরি রিঙ্গার ল্য়াকটেট ব্য়বহারের ফলেই এই পরিণতি বলে ওঠে অভিযোগ। এই প্রেক্ষাপটে আবার রোগীর পরিবারের থেকে মুচলেকা লিখিয়ে নেওয়া নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়। কিন্তু, এতগুলো মানুষকে নিয়ে ছিনিমিনি খেলল কারা? কারা এই ঘটনার জন্য় দায়ী? এই প্রশ্ন যখন উঠছে, ঠিক তখনই সাংবাদিক সম্মেলনে সম্প্রতি গাফিলতির কথা মেনে নিয়েছিলেন মুখ্য়সচিবও। তাঁর মুখে শোনা গিয়েছিল পোস্ট গ্র্য়াজুয়েট ট্রেনি চিকিৎসকদের প্রসঙ্গ। আর ঠিক এই পয়েন্টেই ময়দানে নেমে পড়েছিলেন শুভেন্দু। মুখ্যসচিবের কথার চুলচেরা বিশ্লেষণ করেন তিনি।
এদিন শুভেন্দু বলেন, ‘জালিয়াতি, কর্তব্যে অবহেলা এবং ক্ষমার অযোগ্য অপরাধকে আড়াল করার জন্য, গোটা রাজ্যে হাজার হাজার মানুষকেই স্যালাইন দিয়েছে। NRS এ দিয়েছে কয়েকদিন আগে। গতকাল নদিয়ায় ধরা পড়েছে। কত মানুষের যে ক্ষতি করেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় এই স্যালাইন দিয়ে ! এবং এই স্যালাইন কোম্পানি তৃণমূলের। এই স্যালাইন কোম্পানির থেকে তৃণমূল টাকা নিয়েছে। চোপড়াতে কারখানা। চোপড়ার এমএলএ এবং বিডিও প্রতিমাসে ২ লক্ষ টাকা ঘুষ নেয়। মুকুল ঘোষ অন্যতম ডিরেক্টরের সঙ্গে তৃণমূলের সম্পর্ক আছে। ক্ষমার অযোগ্য অপরাধটা আড়াল করতে, জাতীয় সম্পদ- চিকিৎসকদের সাসপেন্ড করেছে। আমরা সাসপেনশন প্রত্যাহারের দাবিতে এই মিছিল করছি।’
আরও পড়ুন, শীতের মধ্যেই বৃষ্টির আশঙ্কা, তুষারপাত হতে পারে দার্জিলিঙে ! কেমন আবহাওয়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আরও দেখুন
+ There are no comments
Add yours