NOW READING:
‘পশ্চিমবঙ্গের ৯ হাজার গ্রামে শাঁখ বাজে না’, অভিযোগ শুভেন্দুর
April 19, 2025

‘পশ্চিমবঙ্গের ৯ হাজার গ্রামে শাঁখ বাজে না’, অভিযোগ শুভেন্দুর

‘পশ্চিমবঙ্গের ৯ হাজার গ্রামে শাঁখ বাজে না’, অভিযোগ শুভেন্দুর
Listen to this article



<p>ABP Ananda LIVE : মুর্শিদাবাদকাণ্ডের প্রতিবাদে কলকাতার পথে শুভেন্দু অধিকারী । এলগিন রোডে নেতাজি ভবন থেকে ভবানীপুরে মিছিল। ‘রাজ্যকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা চলছে’। ‘কেন্দ্রীয় বাহিনী সরলেই আবার ফিরবে আতঙ্ক’। ‘মুর্শিদাবাদ থেকে পালিয়ে এসেছেন ১০ হাজার হিন্দু’। ‘সাংবিধানিক সংস্থাগুলিকে শুধু দেখলেই হবে না’। আমরা চাই শুধু অ্যাকশন, হুঙ্কার শুভেন্দু অধিকারীর।&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>টাকা নিয়ে চাকরি দিয়েছে যারা, দরকারে জল বিছুটি দিয়ে চাবকে মারা হবে তাঁদের। নিয়োগ দুর্নীতি ইস্য়ুতে শাসকদলকে বিঁধতে গিয়ে কার্যত হুমকির সুর বাঁকুড়ার প্রাক্তন বিজেপি সাংসদের গলায়। একইমঞ্চ থেকে আছড়ে মারার নিদান দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রি দানা। যদিও, বিজেপির হুমকিতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।</p>
<p>দুর্নীতির জেরে যোগ্যদেরও হকের চাকরি চলে গেছে। টাকা নিয়ে যাঁরা চাকরি বিক্রি করেছেন, তাঁরা অযোগ্যদেরও রাস্তায় বসিয়েছেন, আবার যোগ্যদের জীবনও অন্ধকার করে দিয়েছেন। এই প্রেক্ষাপটে এবার সেই চাকরি বিক্রিতাদের টার্গেট করে কৌশলে তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন বাঁকুড়ার বিজেপি নেতারা।</p>



Source link