<p>ABP Ananda Live: ‘বারুইপুরে আমার গাড়ি ভেঙেছে জেহাদিরা’। আপনারা জেগে উঠুন, এটা অস্তিত্ব রক্ষার লড়াই’। ‘এটা আমাদের বাঁচার লড়াই, সবাইকে একজোট হতে হবে’, মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ।রামনবমী নিয়ে ফের হুঙ্কার বিজেপির।</p>
<p> </p>
<p>ফের লাইনচ্যুত এক্সপ্রেস। আবারও ওড়িশা। বেলাইন বেঙ্গালুরু-কামাখ্যা এক্সপ্রেস। মৃত ১, আহত ৭, মৃত্যু বাঙালি রেলযাত্রীর। মৃত আলিপুরদুয়ারের বাসিন্দা শুভঙ্কর রায়</p>
<p>সূত্রের খবর, কটক ছাড়ার পর লাইনচ্যুত বেঙ্গালুরু-কামাখ্যা এক্সপ্রেসের ১টি বগি। লাইনচ্যুত বেঙ্গালুরু-কামাখ্যা এক্সপ্রেস। চৌদ্বার এলাকার মাঙ্গুলির যাত্রীবাহী স্টপের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে।বার বার কেন বেলাইন ট্রেন? ফের প্রশ্নের মুখে রেলের সুরক্ষা। সংবাদ সংস্থা আইএএনএস- প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। </p>
Source link
‘আপনারা জেগে উঠুন, এটা অস্তিত্ব রক্ষার লড়াই’, মন্তব্য বিরোধী দলনেতার
