<p>BJP News: মুরলীধর সেন লেন থেকে শুভেন্দুর মিছিলে পুলিশের ‘না’। ‘কাল দুপুরে বিজেপির যুব মোর্চার মিছিল, অনুমতি দিল না পুলিশ’। আবেদনের পরেও অনুমতি না মেলার অভিযোগে পোস্ট বিরোধী দলনেতার। ‘যথারীতি যানজটের কারণ দেখিয়ে অনুমতি দেয়নি পুলিশ’। ‘বিরোধীদের মিটিং-মিছিলে আপত্তি, কেন শুধু তৃণমূলকেই অনুমতি?”আর উর্দির অপমান করবেন না’, পুলিশকে দলদাস বলে আক্রমণে শুভেন্দু। </p>
<p> </p>
<p> </p>
<p>এই ধরণের আয়োজন বাড়ছে। হিন্দু সমাজ ,মোঘল, পাঠান , ব্রিটিশ দাসত্বে ছিল। হীনমন্যতায় ভুগছিল। দেশ স্বাধীন হওয়ার পরেও হিন্দুদের ওপর অত্যাচার চলছিল। রামনবমীর আগেই দাঙ্গা বাঁধানোর চেষ্টা হচ্ছে। ভয় পাওয়ানোর চেষ্টা হচ্ছে। এবারের কুম্ভ দেখুন। লক্ষ লক্ষ মানুষ গেছে। মুসলিম সমাজ যদি ইদ -মহরম পালন করতে পারে, তাতে সবাই অংশ নিতে পারে, তাহলে হিন্দুদের সবথেকে বড় উৎসব রামনবমীতে সবার অংশগ্রহণ করা উচিত। যারা ভয় দেখাচ্ছেন, তাঁদের থেকে সবার আলাদা থাকা দরকার।</p>
Source link
শুভেন্দুর মিছিলে পুলিশের ‘না’, পাল্টা ‘দলদাস’ বলে আক্রমণে বিরোধী দলনেতা
