NOW READING:
‘অলিম্পিক্সে সোনা পায়নি ভারত’,সরকারি অনুষ্ঠানমঞ্চে বললেন মুখ্যমন্ত্রী;’লজ্জা’, লিখলেন শুভেন্দু
November 15, 2024

‘অলিম্পিক্সে সোনা পায়নি ভারত’,সরকারি অনুষ্ঠানমঞ্চে বললেন মুখ্যমন্ত্রী;’লজ্জা’, লিখলেন শুভেন্দু

‘অলিম্পিক্সে সোনা পায়নি ভারত’,সরকারি অনুষ্ঠানমঞ্চে বললেন মুখ্যমন্ত্রী;’লজ্জা’, লিখলেন শুভেন্দু
Listen to this article


কলকাতা : “অলিম্পিক্সে ভারত কখনো সোনা জেতেনি।” সরকারি অনুষ্ঠানমঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা। সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যের অংশ থেকে ১৮ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে শুভেন্দু অধিকারী লিখলেন, ‘কী লজ্জা !’ এর পাশাপাশি অলিম্পিক্সে ভারতের সোনা জয়ের ইতিহাস তুলে ধরে বিঁধলেন মুখ্যমন্ত্রীকে। Suvendu Adhikari on Mamata Banerjee’s Comment

বীরসা মুণ্ডার ১৫০ তম জন্মদিবস উদযাপন উপলক্ষে এদিন রাজ্য সরকারের আদিবাসী উন্নয়ন দফতরের তত্ত্বাবধানে আয়োজিত এক অনুষ্ঠানমঞ্চে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। সেখানে বক্তব্য রাখার সময় তিনি বলেন, “আমি চাই, আগামীদিনে এরাই অলিম্পিক্স জয় করবে। ভারত আজ পর্যন্ত অলিম্পিক্সে সোনা পায়নি। তোমরা পাবে। এ বিশ্বাস আমার আছে।”

মুখ্যমন্ত্রীর সেই বক্তব্য নিয়ে এক্স হ্যান্ডেলে সরব হলেন শুভেন্দু। তিনি লেখেন, “কী লজ্জা ! একজন মুখ্যমন্ত্রীর পক্ষে কী অসম্মানজনক মন্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে, ভারত কখনো অলিম্পিক্সে সোনা জেতেনি। হয় তিনি অভিনব বিন্দ্রা, নীরজ চোপড়াদের নাম শোনেননি, অথবা তিনি ভারতীয় হকি দল যে খ্যাতি অর্জন করেছে তা সম্পর্কে ওয়াকিবহাল নন। যদিও তিনি এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলেছেন কি না তা নিয়ে আমি সন্দীহান। কারণ, ওঁর উদ্দেশ্য, সবসময় ভারতের সাফল্যকে ছোট করে দেখানো।”

 

ভারতীয় পুরুষ হকি দল প্রথম দেশের হয়ে অলিম্পিক্সে সোনা জিতেছিল। এ পর্যন্ত প্রায় ৮ বার দলগতভাবে দেশের হয়ে অলিম্পিক্সে সোনা জিতেছে ভারতীয় হকি দল। এর পাশাপাশি ব্যক্তিগত ইভেন্টেও ভারতের এই নজির আছে। ভারতের হয়ে ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে শ্যুটিংয়ে প্রথমবার ব্যক্তিগতভাবে সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা। পরবর্তীকালে নীরজ চোপড়া সোনা জেতেন। পুরুষ জ্যাভলিন থ্রো বিভাগে ২০২০-র টোকিও অলিম্পিক্সে সোনা জিতে নেন তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন





Source link