<p>ABP Ananda live: ‘এটা ক্ষমার অযোগ্য হয়েছে। আমি আবার ডিমান্ড করছে এই ঘটনায় FIR হওয়া উচিত। স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্য সচিব নারায়ণ নিগমের ওপরে। আমি অত্যন্ত খুশি চিকিৎসক বিশ্বপতি মুখোপাধ্যায় এবং আইনজীবী কৌস্তভ বাগচী তাঁরা আজকে কলকাতা হাইকোর্টে জনস্বার্থের মামলা করেছেন। যাতে ড্রাগ কন্ট্রোলার এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরকে এই মামলাতে করা হয় । যদি প্রমাণ হয় স্বাস্থ্য দফতরের কোনও ত্রুটি আছে তাহলে এটাকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার জন্য,’ মন্তব্য শুভেন্দুর।</p>
<p><strong> নুরুল হক-কে নারায়ণ অধিকারী বানিয়েছিল ধৃত সমীর দাসই ! চাঞ্চল্যকর তথ্য ফাঁস<br /></strong></p>
<p>বাংলাদেশের নুরুল হক ভারতে এসে হয়ে গেছিলেন নারায়ণ অধিকারী। রফিকুল ইসলাম আবার ভারতে ঢুকে বারাসাতে পেল্লাই বাড়িও বানিয়ে ফেলেছিলেন। দত্তপুকুর থেকে ধৃত রফিকুল ইসলাম এবং নুরুল হক ওরফে নারায়ণ অধিকারীর নথি তৈরি করে দিয়েছিল নথি-জালকাণ্ডে ধৃত সমীর দাস, দাবি পুলিশের। রফিকুল ও নারায়ণ অধিকারীকে হেফাজতে চেয়ে আবেদন জানাতে পারে বারাসাত থানার পুলিশ। জাল নথি দিয়ে নুরুল ইসলাম শুধু নাম বদল করে নারায়ণ অধিকারী হননি, ভোল বদলও করেছিলেন, পুলিশ সূত্রে খবর। ভোল বদলের পর নুরুল ইসলামকে বাড়ি ছাড়া করতে রফিকুলকে চাপ দিচ্ছিল স্থানীয় বাসিন্দারা, পুলিশ সূত্রে খবর। দত্তপুকুর থেকে ধৃত রফিকুল ইসলামের বাড়িতে প্রচুর বাংলাদেশিদের যাতায়াত ছিল, পুলিশ সূত্রে খবর। দত্তপুকুরের কাজীপাড়ায় নিজের নামে বাড়িও বানিয়ে ফেলেছিল রফিকুল। আর নুরুল হককে এদেশে আসার পর নারায়ণ অধিকারী বানানোর পিছনে সমীর দাসেরই হাত রয়েছে বলে অনুমান পুলিশের। </p>
Source link
‘এটা ক্ষমার অযোগ্য হয়েছে। আমি চাই এই ঘটনায় FIR হওয়া উচিত’, বললেন শুভেন্দু
