সন্দেশখালি নিয়ে কটাক্ষ ফিরহাদের, পাল্টা আক্রমণ শুভেন্দুর
![সন্দেশখালি নিয়ে কটাক্ষ ফিরহাদের, পাল্টা আক্রমণ শুভেন্দুর সন্দেশখালি নিয়ে কটাক্ষ ফিরহাদের, পাল্টা আক্রমণ শুভেন্দুর](https://i2.wp.com/feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/06/dd9a6ba55bd6633637c1f3a30b019f781730911532449967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&w=991&resize=991,564&ssl=1)
Firhad Hakim: সন্দেশখালি নিয়ে কটাক্ষ ফিরহাদের, পাল্টা আক্রমণ শুভেন্দুর। ‘শুধু একজন নন, গোটা সম্প্রদায়কে অপমান করেছেন মমতার মন্ত্রিসভার মন্ত্রী’, তুমুল আক্রমণ শুভেন্দুর। ‘একজন মহিলাকে নিয়ে কুরুচিকর শব্দ ব্যবহার করেছেন ফিরহাদ হাকিম। প্রধানমন্ত্রীকেও অপমান করার অভিযোগ শুভেন্দুর।
‘সুপ্রিম কোর্ট যে কতটা সিরিয়াস বাংলার মানুষের সেন্টিমেন্ট নিয়ে সন্দেহ আছে। তারিখের পর তারিখ আসছে আর শুনানি পিছিয়ে যাচ্ছে। এই ধরনের লজ্জাজনক ঘটনা যেন না ঘটে পশ্চিমবঙ্গে তার ব্যবস্থা করা দরকার সুপ্রিম কোর্টের’, মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের । ফের মার্কিন মসনদে বসছেন ডোনাল্ড ট্রাম্প। এখনও পর্যন্ত ২২৬টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন কমলা হ্যারিস। ৭টি সুইং স্টেটের মধ্যে ৬টিতেই জয়ী ট্রাম্প। টেক্সাস, ফ্লোরিডা, পেনসিলভেনিয়া, ওহিও, নর্থ ও সাউথ ক্যারোলিনা দখল রিপাবলিকানদের। ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, নিউ ইয়র্ক, কানেক্টিকাট, কলোরাডো, ওরেগান দখল করেছে ডেমোক্র্যাটরা হাউস অফ রিপ্রেসেন্টেটিভসের লড়াইয়েও এগিয়ে রিপাবলিকানরা।