NOW READING:
মমতার ‘মৃত্যুকুম্ভ’ কটাক্ষ, মুখ খুললেন এবার শুভেন্দু, মন্তব্য প্রত্যাহারের দাবি..
February 20, 2025

মমতার ‘মৃত্যুকুম্ভ’ কটাক্ষ, মুখ খুললেন এবার শুভেন্দু, মন্তব্য প্রত্যাহারের দাবি..

মমতার ‘মৃত্যুকুম্ভ’ কটাক্ষ, মুখ খুললেন এবার শুভেন্দু, মন্তব্য প্রত্যাহারের দাবি..
Listen to this article


কলকাতা: মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,’ মহাকুম্ভ আমি নাই বা বললাম। ওটা এখন মৃত্যুকুম্ভ হয়ে গেছে।’ এরপরেই মমতার ‘মৃত্যুকুম্ভ’ মন্তব্য ঘিরে তোলপাড় জাতীয় রাজনীতি। মমতার ‘মৃত্যুকুম্ভ’ কটাক্ষ ঘিরে এবার রাজ্যপালকে নালিশ জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন বিরোধী দলনেতা বলেন, ‘মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলছেন মুখ্যমন্ত্রী! এটা রেকর্ডে থাকবে। মৃত্যুকুম্ভ-মন্তব্য করার পরও মুখ্যমন্ত্রীর কোনও অনুশোচনা নেই। রাজ্যপাল ওই অংশ বাদ দেওয়ার জন্য স্পিকারকে বলুন। অবিলম্বে মন্তব্য প্রত্যাহার করা উচিত মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ চলবে। আমাকে নতুন হিন্দু নেতা বলছেন মুখ্যমন্ত্রী।আমি হিন্দু নেতা নই, শঙ্করাচার্যরা ধর্মীয় নেতা’, বলেন শুভেন্দু। 

মহাকুম্ভে বিপর্যয় এবং পুণ্য়ার্থীদের মৃত্য়ু নিয়ে, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মন্তব্য় রাজনীতিতে তোলপাড় ফেলেছে! যা নিয়ে একযোগে আক্রমণে নেমেছেন যোগী আদিত্য়নাথ থেকে শিবরাজ সিং চৌহানের মতো নেতারা। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে, কুম্ভে অব্যবস্থার অভিযোগ তুলে সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্য়মন্ত্রী বলেছিলেন,’আমি মহাকুম্ভকে সম্মান করি। আমি শ্রদ্ধা জানাই। কিন্তু পরিকল্পনা না করে, এত হাইপ তুলে, এত লোকের মৃত্য়ু! বললেন ৩০ জন। কথাটা কি সঠিক? কত মৃতদেহ ভাসিয়ে দিয়েছেন নদীতে? কত? হাজার-হাজার। আটবার আগুন লেগেছে। মৃতদেহের ওপর দিয়ে যাঁরা এই হাইপ তুলছেন, আর টাকা কামানোর জন্য় ধর্মকে বিক্রি করছেন, তাঁদের আমি মন থেকে মেনে নিতে পারি না।’ 

আরও পড়ুন, ‘প্রায় ১০ হাজার কর্মসংস্থান হবে..’ ! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর 

আরও দেখুন



Source link