NOW READING:
ভোটার তালিকা সংশোধনে সর্বদল বৈঠক ডেকে বিতর্কে শান্তিপুরের BDO ! এক্স হ্যান্ডলে নিশানা শুভেন্দুর
March 2, 2025

ভোটার তালিকা সংশোধনে সর্বদল বৈঠক ডেকে বিতর্কে শান্তিপুরের BDO ! এক্স হ্যান্ডলে নিশানা শুভেন্দুর

ভোটার তালিকা সংশোধনে সর্বদল বৈঠক ডেকে বিতর্কে শান্তিপুরের BDO ! এক্স হ্যান্ডলে নিশানা শুভেন্দুর
Listen to this article


সুজিত মণ্ডল, নদিয়া: ভোটার তালিকা সংশোধন নিয়ে সর্বদল বৈঠক ডেকে বিতর্কের মুখে পড়লেন শান্তিপুরের বিডিও। তিনি এক্তিয়ার বহির্ভূত কাজ করেছেন বলে অভিযোগ তুলে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার দাবি, মুখ্যমন্ত্রীকে তুষ্ট করতেই তাঁর ইচ্ছা পূরণের চেষ্টা করছেন BDO. স্বাভাবিক নিয়মেই বৈঠক ডাকা হয়েছে, প্রতিক্রিয়া BDO-র। শুভেন্দুকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছে তৃণমূল। 

মূলত গত মাসের শেষে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেছিলেন, একই এপিক নম্বরে বাংলার ভোটারের যেখানে নাম আছে, সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার, সব নাম ঢুকিয়েছে। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভা থেকে ভূতুড়ে ভোটার নিয়ে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কলকাতা থেকে জেলা, ভোটার লিস্ট স্ক্রটিনির কাজে নেমেছে তৃণমূল। এর মধ্য়েই ভোটার তালিকা সংশোধন নিয়ে আগামী বুধবার সর্বদল বৈঠক ডেকে,

বিতর্কে জড়ালেন নদিয়ার শান্তিপুরের BDO.বিরোধী দলনেতার রোষের মুখে পড়লেন সরকারি আধিকারিক। এক্স হ্যান্ডলে শুভেন্দু অধিকারী লিখেছেন,শান্তিপুরের BDO, ভোটার তালিকা সংশোধন নিয়ে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিকে বৈঠকে ডেকেছেন। বুথ স্তরের এজেন্ট তালিকা চাওয়া এবং মৃত এবং অন্যত্র চলে যাওয়া ভোটারদের শনাক্তকরণের কথাও আলোচ্যসূচিতে আছে। জাতীয় নির্বাচন কমিশন অথবা পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশ ছাড়া কীভাবে বৈঠক, তা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। 

 এক্স হ্যান্ডলে তিনি লেখেন,২০২৫ সালের ৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। ওই তালিকা প্রকাশিত হওয়ার পরে নির্বাচন কমিশন নির্দেশ ছাড়া আর কোনও সংশোধন সম্ভব নয়। শুধুমাত্র নিজের স্বার্থসিদ্ধির জন্য এবং তাঁর ’পলিটিক্যাল বস‘মমতা বন্দ্যোপাধ্যায়কে তুষ্ট করতে BDO এই বৈঠক ডেকেছেন। BDO-কে শিখতে হবে যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পালন এবং মুখ্যমন্ত্রীর ইচ্ছা পূরণ করা তাঁর কাজ নয়। এ ধরনের পক্ষপাতদুষ্ট সরকারি আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাচ্ছি।
 

 শান্তিপুর পঞ্চায়েত সমিতি বিজেপি নেতা ও সহ সভাপতি চঞ্চল চক্রবর্তী বলেন, শান্তিপুরের BDO তৃণমূলের ব্লক সভাপতির মতো আচরণ করছেন। নিজেকে এখন দেশের নির্বাচন কমিশনার ভাবছেন। নির্বাচন কমিশনের কোনও নির্দেশ নেই, অথচ উনি (BDO) মাতব্বরি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করার জন্য এই কাজ করেছেন। যদিও শান্তিপুরের BDO-র দাবি, নিয়ম বিরুদ্ধ কোনও কাজ করেননি তিনি। শান্তিপুরের BDO সন্দীপ ঘোষ বলেন, নির্বাচন কমিশন এখন সারা বছর ধরে ভোটার তালিকা সংশোধন করে। এই প্রক্রিয়া চলতেই থাকে। বছরে ৪ বার নির্বাচন কমিশন ভোটার লিস্ট তৈরি করে, সেটা প্রকাশিত হয়। প্রত্যেক বুথে রাজনৈতিক দল থেকে বুথ লেভেল এজেন্ট থাকেন BLA, আমাদের BLO-র সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখেই তাঁরা কাজ করেন। 

আরও পড়ুন, রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আগুন ! ভিতরে ঢুকে আগুন লাগাল কারা ?

শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, সমস্ত দলকে মিটিংয়ে ডাকা হয়েছে। এমন নয় শুধু তৃণমূলকে, বিজেপিকেও ডাকা হয়েছে। বিজেপিকে যখন ডাকা হয়েছে, তাহলে বিজেপির প্রতিনিধি গিয়ে সেখানে এটা প্রশ্ন করতেই পারেন যে, কেন ডাকলেন? কী জন্য ডাকলেন? এখন দেখার BDO-র ডাকা বুধবারের বৈঠকে কি যোগ দেবে বিজেপি? নাকি বয়কটের পথে হাঁটবে তারা? 

আরও দেখুন



Source link