NOW READING:
Suvendu Adhikari Attack Mamata Banerjee On West Bengal Election Result 2021
March 12, 2025

Suvendu Adhikari Attack Mamata Banerjee On West Bengal Election Result 2021

Suvendu Adhikari Attack Mamata Banerjee On West Bengal Election Result 2021
Listen to this article


কলকাতা: বিধানসভা নির্বাচনের বছর খানেক বাকি। তার আগেই চড়ছে রাজ্য রাজনীতির পারদ। এদিন বিধানসভার বাইরে থেকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বললেন ভবানীপুরে হারাবেন। 

অধ্যক্ষের চেয়ারের দিকে কাগজ ছোঁড়ার অভিযোগে ফেব্রুয়ারি মাসে ৩০ দিনের জন্য সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারীকে। এদিন বিধানসভার বাইরে বসে পড়েন বিরোধী দলনেতা। তিনি বলেন, “বিরোধী দলনেতার একটাই অপরাধ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ২০২১ সালে ১৯৫৬ ভোটে হারিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় জেনে রাখুন আমরা আসার আগে আপনি মেদিনীপুরের ওই তল্লাটে দ্বিতীয় হতেন, হারতেন। দ্বিতীয় থেকে প্রথম হয়েছেন অধিকারীদের জন্য। আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, যদি শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আন্দোলন না করত। আপনি ৪ বছর ধরে হারের যন্ত্রণা ভুলতে পারেননি। আপনাকে ভবানীপুরে হারাব। আরও ৫ বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াবেন। যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করেছেন। আপনার অবস্থা অরবিন্দ কেজরিওয়ালের মতো।”

আরও পড়ুন: Jadavpur University: বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুলিশ আউটপোস্ট তৈরির সিদ্ধান্ত, যাদবপুরের কর্তৃপক্ষকে চিঠি লালবাজারের

আরও দেখুন



Source link