NOW READING:
ওয়াকফ-বিক্ষোভে উত্তাল মুর্শিদাবাদ, কেন্দ্রীয় বাহিনীর দাবিতে হাইকোর্টে শুভেন্দু, আজই শুনানি
April 12, 2025

ওয়াকফ-বিক্ষোভে উত্তাল মুর্শিদাবাদ, কেন্দ্রীয় বাহিনীর দাবিতে হাইকোর্টে শুভেন্দু, আজই শুনানি

ওয়াকফ-বিক্ষোভে উত্তাল মুর্শিদাবাদ, কেন্দ্রীয় বাহিনীর দাবিতে হাইকোর্টে শুভেন্দু, আজই শুনানি
Listen to this article


কলকাতা: ওয়াকফ আইনের প্রতিবাদে বিশৃঙ্খলা সামলাতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি। সেই দাবি নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবারই বিকেল ৪.৩০ নাগাদ হাইকোর্টের স্পেশাল বেঞ্চ বসছে তাঁর আবেদনেপ শুনানি করতে। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চে শুনানি হবে। (Murshidabad Anti Waqf Protests)

ওয়াকফ আইনের প্রতিবাদে রাজ্যের একাধিক এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী নামানো-সহ একগুচ্ছ দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন শুভেন্দু। তাঁর আইনজীবীরা প্রধানবিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। তার জেরেই শনিবার ছুটির দিনে বিশেষ বেঞ্চ বসিয়ে শুনানি হচ্ছে শুভেন্দুর আবেদনের। বলা হয়েছে, শুধু মুর্শিদাবাদ নয়, গোটা রাজ্যে যে পরিস্থিতি, তা সামলাতে অক্ষম রাজ্য পুলিশ ও সরকার। কোনও পদক্ষেপই করেনি তারা। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী ছাড়া গতি নেই। (Suvendu Adhikari)

কেন্দ্রীয় সরকারের ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় গত কয়েক দিন ধরেই উত্তাপ ছড়াচ্ছিল মুর্শিদাবাদে। বিক্ষোভ হিংসাত্মক হয়ে ওঠে ক্রমশ। শনিবার দুপুর পর্যন্ত সেখানে তিনজনের প্রাণহানিপ খবর মিলেছে। সেই আবহে এদিন শান্তি বজা রাখার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘সবার কাছে আবেদন সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন, আপনারা দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন। ধর্মের নামে কোনও অ-ধার্মিক আচরণ করবেন না। প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান, রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না। দাঙ্গা যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন। মনে রাখবেন, যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটি কিন্তু আমরা করিনি। আইনটি কেন্দ্রীয় সরকার করেছে। তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে’।

মমতা আরও লেখেন, ‘আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলেছি – আমরা এই আইনকে সমর্থন করি না। এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না। তাহলে দাঙ্গা কিসের? আরও মনে রাখবেন, দাঙ্গায় যারা উস্কানি দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নেব। কোনও হিংসাত্মক কার্যকলাপকে আমরা প্রশ্রয় দিই না। কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে। তাদের প্ররোচনায় পা দেবেন না। আমি মনে করি, ধর্ম মানে মানবিকতা, সহৃদয়তা, সভ্যতা ও সম্প্রীতি। সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন – এই আমার আবেদন’।

যদিও মমতাকে পাল্টা কটাক্ষ করে শুভেন্দু লেখেন, ‘নূন্যতম লজ্জা থাকলে পদত্যাগ করুন। রাজ্যে অরাজকতার আগুন জ্বেলে দিয়ে রাজনীতির রুটি সেঁকছেন আপনি। উস্কানি আপনি দিয়েছেন, তাই দায় আপনার। এখন পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে দেখে বিপাকে পড়ে আবেদন জানাচ্ছেন। তবে শুনে রাখুন, আপনার সৃষ্টি করা এই ধ্বংসকারী উন্মাদরা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, ওরা আপনার ওপর নির্ভরশীল নয়, বরং আপনি ওদের ওপর নির্ভরশীল। তাই ওদের বয়ে গেছে আপনার আবেদন শুনতে। আর একটা বিষয় জেনে রাখুন আপনার ছাপ্পা মেরে জেতা বিধায়ক সাংসদদের হাতে কোনও নিয়ন্ত্রণ নেই। গোটা মুর্শিদাবাদ ও মালদার মৌলবাদী গোষ্ঠীর নিয়ন্ত্রণ এখন পিএফআই, সিমি ও আনসারুল বাংলা টিমের মতো জঙ্গি সংগঠনের হাতে’। এর পরই আদালতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে আর্জি জানান শুভেন্দু।

আরও দেখুন



Source link