মহিষাদল: “এই কাজ আমাদের এই বাংলাতেও করতে হবে।” বিজেপির দিল্লি জয়ের পর বাংলায় পরিবর্তনের ডাক দিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের শাসক দলকে খোঁচা দিয়ে রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্য, “এই নির্লজ্জ, দু’কান কাটা তৃণমূল কেজরিওয়ালকে সমর্থন করে তাদের পার্টির নেতা শত্রুঘ্ন সিনহাকে প্রচারে পাঠিয়েছিল।”
শুভেন্দু বলেন, “আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। দিল্লি যদি ২৭ বছর পরে পরিবর্তন করতে পারে, বাংলাকেও আপনারা পরিবর্তন করতে পারেন। গরিব সাধারণ মুসলিমদের ধর্মের সুরসুরি, ভোটে ভয় দেখানো সবকিছু করবে, তাই খুব একটা মুসলিম ভোট আশা করবেন না। এখানে দু-চারজন মুসলিম আছেন। এঁরা আমাদের বন্ধু। এঁদের ভোট আশা করবেন না। আমি মমতাকে হারিয়েছে নন্দীগ্রামে। হিন্দু ভোট এক করে। আপনাদেরও বলে যাই, মহিলষাদলে হিন্দুদের এক করে …ওই বেয়াদল এমএলএ …পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আর কিছু করেনি। তাঁকে ১২ হাজার নয়, ২৪ হাজার ভোটে আপনাদের হারাতে হবে। আমি আপনাদের উন্নয়নের গ্যারান্টার থাকব।”
আজ সকাল পর্যন্ত জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিল আম আদমি পার্টি। তৃতীয়বার ক্ষমতায় ফিরে অরবিন্দ কেজরিওয়াল হ্যাট্রিক গড়তে চলেছেন বলে দাবি করছিলেন দলীয় নেতৃত্ব। কিন্তু শনিবার দিল্লিতে ভোটগণনা শুরু হওয়ার পর থেকেই ছবিটা স্পষ্ট হতে শুরু করে। ভোট গণনা যতদূর এগিয়েছে, তাতে বিজেপি-ই রাজধানীতে সরকার গড়ার পথে এগিয়ে রয়েছে। শেষ পরিসংখ্যান অনুযায়ী, AAP ২৮টি আসনে এগিয়ে, BJP এগিয়ে ৪২টি আসনে। কংগ্রেস শূন্য। অর্থাৎ ৭০ আসনের বিধানসভায় সরকার গড়তে প্রয়োজনীয় ম্যাজিক সংখ্যা পার করে গিয়েছে BJP। আম আদমি পার্টির ভোটে প্রায় ১০ শতাংশ ধস দেখা যাচ্ছে। BJP গতবার যেখানে ৩৯ শতাংশ ভোট পেয়েছিল, এবার প্রায় ৪৮ শতাংশ ভোট ঢুকেছে তাদের ঝুলিতে। দিল্লিতে বিজেপি-র সদর দফতরে এবং কার্যালয়ে ইতিমধ্যেই উদযাপন শুরু হয়ে গিয়েছে। (Delhi Assembly Election Results)
দিল্লি বিধানসভা নির্বাচনে এবার গোড়া থেকেই নজর ছিল সকলে। কেজরিওয়াল তৃতীয় বারের জন্য জয়ী হয়ে হ্যাট্রিক গড়েন কি না, এই প্রশ্ন সবচেয়ে বড় হয়ে ধরা দেয়। কিন্তু গোড়া থেকেই তাল কাটতে শুরু করেছিল। আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালের জেলযাত্রার পর থেকেই দিল্লিবাসীর মনের পরিবর্তন ঘটে যায় বলে মত রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তীর। ভোটবাক্সেও তার প্রভাব পড়েছে বলে মনে করছেন তিনি। এর ফলে, ১৯৯৮ সালে সুষমা স্বরাজের পর দিল্লিতে বিজেপি-র মুখ্যমন্ত্রী মসনদে আসীন হতে চলেছেন।
আরও দেখুন
+ There are no comments
Add yours