কলকাতা: সোমবার কলকাতায় বাংলাদেশ হাই কমিশনের অফিসে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সঙ্গে দেখা করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির বিধায়করা।
কিন্তু হঠাৎ কেন বাংলাদেশ হাই কমিশনের অফিসে গেলেন শুভেন্দু অধিকারী- (Suvendu Adhikari)? X হ্য়ান্ডেলে সেই কারণ লিখেছেন বিরোধী দলনেতা। সম্প্রতি সংরক্ষণ বিরোধী আন্দোলনে তোলপাড় হয়েছে বাংলাদেশ। সেই আন্দোলনের নানা মুহূর্তের ছবি সামনে এসেছে। নানা ভিডিও সামনে এসেছে, ভাইরাল হয়েছে। শুভেন্দু অধিকারীর অভিযোগ, এমন অনেক ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতবিরোধী স্লোগান দেওয়া হচ্ছে। শুভেন্দুর অভিযোগ, ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তো বটেই, হিন্দু ধর্মের ভাবাবেগকে আঘাত করেও স্লোগান দেওয়া হয়েছে। সেই কারণেই প্রতিবাদ জানানো হয়েছে। X হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বক্তব্য রাখতে আমরা চাইছি না। বিশেষ করে গত কয়েকদিনের ঘটনা নিয়ে। কিন্তু এই ধরনের ভারতবিরোধী, হিন্দু ভাবাবেগ বিরোধী স্লোগানের তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি।’
তিনি জানিয়েছেন, বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের কাছে সেই ধরনের ভিডিও ফুটেজ তুলে দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারীর অভিযোগ, হিন্দুদের সঞ্জীবনী মন্ত্র- ‘হরে কৃষ্ণ হরে রাম’-কে বিকৃত করা হয়েছে। সেই ভিডিও ফুটেজও তুলে দেওয়া হয়েছে।
শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তাঁরা দাবি রেখেছেন যাতে দুই দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী করছে তাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ করার জন্য।
Today I met the Deputy High Commissioner; Bangladesh High Commission at Kolkata along with @BJP4Bengal MLAs of the West Bengal Legislative Assembly.
Though we refrained from commenting or interfering about the internal affairs of Bangladesh; especially regarding the events of… pic.twitter.com/GLvYWk57Tf
— Suvendu Adhikari (@SuvenduWB) July 29, 2024
X হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘আমরা বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে জানিয়েছি ভারত আমাদের মাতৃভূমি। আমরা আমাদের মাতৃভূমির এমন অপমান বরদাস্ত করব না।’
বিজেপির কর্মসূচিতে ঝামেলা:
বাংলাদেশ হাই কমিশনের সামনে বিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে তুমুল বিতর্ক। পুলিশের সঙ্গে ঝামেলায় জড়াল বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারীদের আটকে দেওয়ার অভিযোগ। ব্যারিকেড করে আটকে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের সঙ্গে তর্কে জড়ান এক পুলিশ আধিকারিক।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ধর্ষণের অভিযোগ মিথ্যে- প্রমাণ পেতেই ক্ষুব্ধ বিচারক! ভরা আদালতে এ কী বললেন?
আরও দেখুন