NOW READING:
Uttar Pradesh Shocker: কনের বাড়ি যাওয়ার পথে দেওয়ালে ধাক্কা বরের গাড়ির, মর্মান্তিক পরিণতি পাত্র-সহ ৮ জনের
July 5, 2025

Uttar Pradesh Shocker: কনের বাড়ি যাওয়ার পথে দেওয়ালে ধাক্কা বরের গাড়ির, মর্মান্তিক পরিণতি পাত্র-সহ ৮ জনের

Uttar Pradesh Shocker: কনের বাড়ি যাওয়ার পথে দেওয়ালে ধাক্কা বরের গাড়ির, মর্মান্তিক পরিণতি পাত্র-সহ ৮ জনের
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এসইউভি চড়ে যাচ্ছিল বরযাত্রী দল। গাড়িতে বর ছাড়াও ছিলেন আরও ৭ জন। গাড়ি চলছিল বেশ গতিতেই। ভেতরে আনন্দে মেতে ছিল বরয়াত্রীরা। আচমকা ওই গাড়ি গিয়ে ধাক্কা মারল একটি কলেজের পাঁচিলে। সাম্বাল জেলার ওই ভয়ংকর দুর্ঘটনায় ঘটনাস্থালেই মৃত্যু  হল বর-সহ ৮ জনের। গুরুতর আহত ২ জন। প্রবল ধাক্কার চোটে দুমড়ে মুচড়ে গিয়েছে বরের গাড়ি।

শনিবার সকাল সাড়ে ছটা নাগাদ ওই দুর্ঘটনা ঘটেছে সাম্বালের জেওয়ানি গ্রামে। প্রত্যক্ষদর্শীদের দাবি প্রবল বেগে যাচ্ছিল বরের গাড়িটি। জনতা কলেজের কাছে এসে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কলেজের বাউন্ডারি পাঁচিলে গিয়ে ধাক্কা মারে। তার পর সেটি উল্টে যায়।

পুলিস সূত্রে জানা গিয়েছে গাড়িটিতে ছিলেন মোট ১০ জন। সবাই মিলে বিয়েবাড়ি যাচ্ছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় বর সুরজের। বরের বাড়ি  হর গোবিন্দপুর গ্রামে। গন্তব্য ছিল কনের বাড়ি সিরাউল গ্রামে। ঘটনাস্থলেই মৃত্য়ু হয় ৫ জনের। তিন জনের মৃত্যু হয় হাসপাতালে। যে দুজন গুরুতর আহত তাদের আলিগড় মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

জেলা পুলিস সুপার অনুকৃতী শর্মা বলেছেন, এসইউভিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। শেষপর্যন্ত সেটি প্রবল বেগে ধাক্কা মারে জনতা কলেজের দেওয়ালে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ও উদ্ধারকাজ শুরু করে। হাসপাতালে আনার আগেই ৫ জনের মৃত্যু হয়। 

আরও পড়ুন-মহাসৌভাগ্যের বন্যা ২০২৫ জুড়ে! আগামী ৫ মাস ধরে শনির অপার কৃপায় টাকার গদিতে শুয়ে থাকবেন এই রাশির জাতকেরা!

আরও পড়ুন-লার্জেস্ট মিসাইল অ্য়াটাক, ড্রোন হামলা! আ*গুন আর বারুদে ছার*খা*র বিশাল এলাকা! এত ভয়ংকর আক্রমণ…

ওই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গোটা ঘটনার খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী। নিহতদের পরিবারের লোকজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন আহতদের যেন উপযুক্ত চিকিত্সা হয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link