Salman Khan | Sushmita Sen: সলমানের প্রেমে পড়েছিলেন সুস্মিতা, জানতে পেরেই মেয়েকে ভয় দেখান বাবা-মা…

Estimated read time 1 min read
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একসঙ্গে বেশ কয়েকটি ছবি করেছেন সুস্মিতা সেন (Sushmita Sen) ও সলমান খান (Salman Khan)। তবে একসময় সলমানের প্রেমে হাবুডুবু খেতেন বিশ্বসুন্দরী। এমনকী সলমানের ছবি লাগিয়ে রেখেছিলেন বেডরুমে। বারংবার নাকি সেই ছবি সরিয়ে দেওয়ার হুমকি দিতেন সলমানের বাবা-মা। সলমানকে জানিয়েওছিলেন সেই প্রেমের কথা। এরপরেই ম্যায়নে প্যার কিউ কিয়া ছবিতে সুস্মিতাকে সাইন করেছিলেন সলমান। 

আরও পড়ুন-TV Actress Hospitalised: ছুটি কাটাতে গিয়ে বিপত্তি! হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীর…

সম্প্রতি এক সাক্ষাত্‍কারে অভিনেত্রী জানিয়েছেন, তিনি সলমানকে ঠিক কতটা ভালোবাসেন। ১৯৯৯ সালে ‘বিবি নং ওয়ান’ ছবিতে সলমানের সঙ্গে কাজ করেছিলেন সুস্মিতা। তবে অভিনেতার প্রতি নাকি কৈশোর থেকেই আলাদা আকর্ষণ ছিল অভিনেত্রীর। ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ মুক্তির পর সলমানের প্রতি তার আবেগ আরও বেড়ে যায়। একটা সময় তিনি তার সমস্ত হাত খরচের টাকা সালমানের পোস্টার কিনতে ব্যয় করতেন। বাড়ি সাজানোর সময়ও নিজে দাঁড়িয়ে থাকতেন, যাতে তার পরিবারের সদস্যরা পোস্টারগুলো ফেলে না দেন।

সুস্মিতা বলেন, ‘সেই সময় ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ মুক্তি পেয়েছিল। তাই আমার কাছে সেই সিনেমার একটি পায়রার ছবিও রাখা ছিল। কারণ, একটাই সলমান খান ওই পায়রাকে ছুঁয়েছেন। বাবা-মা আমায় সবসময় ভয় দেখাতেন। হোমওয়ার্ক সময়মতো না হলে ওরা বলতেন পোস্টারগুলো ছিঁড়ে ফেলবেন। তাই আমি সময়মতো পড়াশোনা ঠিক করতাম। আমি মানুষটির প্রেমে পড়ে গিয়েছিলাম।’

আরও পড়ুন- Khadaan Box Office Collection: বক্সঅফিসের ‘বাপ’ দেব, বড়দিনে রেকর্ড ব্যবসা! ৬ দিনে কত আয় করল ‘খাদান’?

বিবি নম্বর ওয়ান ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেন সুস্মিতা ও সলমান। সলমানের সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর সুস্মিতা তাঁকে তাঁর মনের কথাও জানিয়েছিলেন। তখন সলমান তাঁকে জানান যে তিনি সুস্মিতার ১৫ বছরের একটি ছবি দেখেছিলেন, যে ছবিতে সুস্মিতার পিছনে সলমানের পোস্টার ছিল। সুস্মিতার পছন্দের ছবি ম্যায়ানে প্যার কিয়া জানার পরেই নাকি সলমান ডেভিড ধাওয়ানকে বলেন যে তিনি সুস্মিতার সঙ্গেই ম্যায়নে প্যার কিউ কিয়া ছবিটি করবেন তিনি। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours