Suryakumar Yadav | IND vs ENG: ইডেনে কি ধেয়ে আসবে ‘৩৬০ ডিগ্রি’ সাইক্লোন? এমন ঘটলে মুছে যাবে বাবর-রোহিতদেরও নাম!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বর্ডার-গাভাসকর ট্রফির (BGT 2024-25) পর ফের ভারতের আন্তর্জাতিক অ্যাসাইনমেন্টে। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত খেলবে ৫টি টি-২০আই ও ৩টি ওডিআই ম্যাচ। ২২ জানুয়ারি অর্থাত্ বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে সিরিজের শুভারম্ভ (IND vs ENG, 1st T20I)। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন টি-২০ স্কোয়াড ক্রিকেটের নন্দনকাননে মুখোমুখি হবে জস বাটলারের ইংল্যান্ডের। আর চোখ থাকবে দেশের টি-২০ অধিনায়ক সূর্যর দিকেও। ঐতিহাসিক রেকর্ডের হাতছানি তাঁর সামনে…
আরও পড়ুন: ‘১০ বার চোট পেলেও…’, ১৪ মাস পর আন্তর্জাতিক কামব্যাক! ইডেন শুনল শামির লড়াকু গল্প
ভারতীয় ক্রিকেটের ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ এখনও পর্যন্ত দেশের জার্সিতে ৭৮টি টি-২০আই-তে ২৫৭০ রান করেছেন। ঝুলিতে ৪টি সেঞ্চুরি ও ২১টি হাফ-সেঞ্চুরি রয়েছে। ইংল্যান্ড, নিউ জিল্যান্ড, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সূর্য একটি করে শতরান করেছেন। ভারত বনাম ইংল্যান্ড প্রথম টি-টোয়েন্টি সিরিজে তিনি যদি আর একটি শতরান হাঁকাতে পারেন, তাহলে বাবর আজম এবং রোহিত শর্মার রেকর্ড ভেঙে ফেলবেন তিনি। ইংরেজদের বিরুদ্ধে কুড়ি ওভারের সংস্করণে বাবর এবং রোহিতের মতোই সূর্যও একটি সেঞ্চুরি করেছেন। সূর্যর কাছে সুবর্ণ সুযোগ রয়েছে থ্রি লায়ন্সের বিরুদ্ধে তাঁর দ্বিতীয় টি-২০ সেঞ্চুরি করার। যা এর আগে বিশ্বের কোনও ব্যাটার করতে পারেননি। আর ইডেনেই সেই ঐতিহাসিক ইনিংস খেলতে পারেন সূর্য।
হাতে আর ঠিক এক বছর। ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কা যুগ্মভাবে টি-২০ বিশ্বকাপ আয়োজন করছে। ভুবনজয়ী ভারত এশিয়া মহাদেশে ট্রফি ধরের রাখার লড়াইয়ে নামবে। সূর্যকুমারের কাছে প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে প্রশ্ন ছিল যে, মার্কি ইভেন্টে ভারতের প্রস্তুতি নিয়ে। সূর্যর চমকে দেওয়া উত্তরে ইডেনে আসা সাংবাদিকরা পুরো থ হয়ে যান। সূর্য বলেন, ‘আমি কি এখানেই সব গোপন কথা খুলে বলে দেব! দেখুন আমি এই যাত্রা উপভোগ করতে চাই। আমাদের দলকে প্রস্তুত করতে হবে, পজিশন ঠিক করতে হবে এবং বেশিরভাগ খেলা দলগতভাবে খেলতে হবে। আমি এবং গৌতি ভাই, (প্রধান কোচ গৌতম গম্ভীর) এই বিষয়টিতেই মনোযোগ দিয়েছি।’ দেখা যাক সূর্য ইডেনে ইতিহাস লিখতে পারেন কিনা!
আরও পড়ুন: ‘সব গোপন কথা এখানেই বলে দেব?’ সূর্যর চমকে দেওয়া উত্তর! ইডেনে সাংবাদিকরা পুরো থ…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)