জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরব সাগরের তীরে সোম সন্ধ্যায়, ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে, চলতি আইপিএলের প্রথম জয়ের লক্ষ্যে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স (MI)। পরপর দুই ম্যাচ হারা মুম্বই ফিরল রাজার মতো। কেকেআরকে আট উইকেটে হারিয়ে মরসুমের প্রথম জয় পেলেন হার্দিক পাণ্ডিয়ারা। অজিঙ্কা রাহানেরা টস হেরে প্রথমে ব্যাট করলেন। হার্দিকের বিরুদ্ধে ব্যাট করে মাত্র ১৬.২ ওভারে ১১৬ রান করে গুটিয়ে গেল কেকেআর! আর মুম্বই সেই রান ১৩ ওভারের ভিতর তাড়া করে জিতে গেল!
আরও পড়ুন: Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
চারে নেমে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এদিন ৯ বলে ২৭ রানে অপরাজিত ছিলেন। আর তাতেই তিনি মাইলস্টোন তৈরি করে ফেললেন। সূর্য এদিন পঞ্চম ভারতীয় হিসেবে টি-২০ ক্রিকেটে ৮,০০০ রান পূর্ণ করলেন। ভারতের মিস্টার ৩৬০ ডিগ্রি এই ফর্ম্যাটে তাঁর ৩১২তম ইনিংসে এই রেকর্ড করলেন। টি-টোয়েন্টিতে তাঁর গড় ৩৪ এবং স্ট্রাইক রেট ১৫২। বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান এবং সুরেশ রায়নার ক্লাবে এলেন। টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সূর্য ৩৮-এর গড়ে ২৫৯৮ রান করেছেন। তাঁর চারটি সেঞ্চুরিও রয়েছে, যা ভারতীয়দের ভিতর দ্বিতীয় সর্বোধিক।
সর্বাধিক টি-টোয়েন্টি রান সংগ্রাহক ভারতীয় যাঁরা
১২৯৭৬ – বিরাট কোহলি
১১৮৫১ – রোহিত শর্মা
৯৭৯৭ – শিখর ধাওয়ান
৮৬৫৪ – সুরেশ রায়না
৮০০৭ – সূর্যকুমার যাদব
আরও পড়ুন: আরব সাগরের তীরে ধেয়ে এল অশ্বিনী ঝড়! খড়কুটোর মতো উড়ে গেল কেকেআর…
আরও পড়ুন: ‘হলুদ কন্যা’র অঙ্গভঙ্গিতে বর্ষাপাড়ায় আগুন! ভরা গ্যালারিতে দাঁড়িয়ে আঙুল দিয়েই…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)