# Tags
#Blog

‘ওষুধ খাওয়ানোর পর রোগীর মৃত্যু’ সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ধুন্ধুমার

‘ওষুধ খাওয়ানোর পর রোগীর মৃত্যু’ সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ধুন্ধুমার
Listen to this article


ভাস্কর মুখোপাধ্যায়, সিউড়ি: ভুল চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগে এবার সিউড়িতে (Suri Hospital Chaos) উত্তেজনা। বন্ধ্য়াত্বকরণের পর অসুস্থ হয়ে রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। পরিবারের অভিযোগ, সকালে চিকিৎসক একটি ওষুধ খাওয়ানোর পর রোগীর মৃত্যু হয়। এমনকী রোগীকে দেওয়া স্যালাইন সরিয়ে ফেলার হয়েছে বলে অভিযোগ পরিবারের। এদিন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয়রা। হাসপাতালের নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তিও হয় মৃতের পরিবারের।

নিষিদ্ধ স্য়ালাইনে প্রসূতির মৃত্য়ুর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য়। এরইমধ্য়ে এবার, বীরভূমের সিউড়িতে ভুল ওষুধে রোগী মৃত্য়ুর অভিযোগ উঠল। ঘটনা ঘিরে উত্তাল হয়ে ওঠে বীরভূমের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। পুলিশের সঙ্গে রীতিমতো হাতাহাতি, ধাক্কাধাক্কি শুরু হয় মৃতের পরিজনদের। রক্ত ঝরে এক মহিলা পুলিশ কর্মীর। মৃতের আত্মীয় ছোটন মণ্ডল বলেন, “ডাক্তার অপারেশন করেছে। সব ঠিকই বলছিল। আজকে সকালে একটু শরীর খারাপ ছিল। ছুটি দেওয়ার মুহূর্ত হয়ে গেছিল। হঠাৎ একটা ওষুধ দিল, ওষুধ খাবার পরই বোনের অবস্থা খুব খারাপ। নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরতে শুরু করল। একটু পরে বলছে, রোগী মারা গেছে। জিজ্ঞেস করাতে বলছে, হার্টের সমস্য়া ছিল। ডাক্তার আমাদের কাছে আসুক, এসে জবাব দিক। রোগী মারা গেল কেন, আমরা ডাক্তারের কাছে জানতে চাই।”

সূত্রের খবর, মামণি দলুই নামে বীরভূমের সদাইপুরের বাসিন্দা ওই বধূ, বন্ধ্য়াত্বকরণের জন্য় শুক্রবার সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। শনিবার তাঁর অপারেশন হয়। পরিবারের দাবি, রোগীর অবস্থা স্থিতিশীল ছিল। রবিবার সকালে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা। কিন্তু এরইমধ্য়ে এদিন সকালে রোগীর নাক-মুখ দিয়ে রক্ত বেরতে শুরু করে। পরিবারের অভিযোগ, ভুল ওষুধ প্রয়োগেই মৃত্য়ু হয়েছে মহিলার। রোগীমৃত্য়ুর খবর পাওয়ার পরই, ক্ষোভে ফেটে পড়েন আত্মীয়রা। ঘটনাস্থলে পুলিশ এলে, তাদের সঙ্গে হাতাহাতি, ধাক্কাধাক্কি শুরু হয় রোগীর পরিজনদের। মৃতের ভাই নয়ন দলুই বলেন, “আজকে সকালে ফোন করেছিল, ভাই ১০টার সময় ছুটি হয়ে যাবে। আজকে দেখছি দিদি আর নেই। এটা কী করে হয়? ভুল চিকিৎসার জন্য়ই মারা গেছে। একটা ভুল ট্য়াবলেট দিয়েছিল, সেইজন্য়ই মারা গেছে। আমাদের ডাক্তারকে চাই। কেন এরকম করল? দিদিকে যে স্য়ালাইন, টেট ভ্য়াক দেওয়া হয়েছিল, ওগুলো চাই। সমস্ত কিছু লুকিয়ে ফেলেছে। কেন লুকিয়েছে?”

আরও পড়ুন: Swami Vivekananda Jayanti 2025: মঙ্গলারতি দিয়ে সূচনা, স্বামী বিবেকানন্দর ১৬৩ তম জন্মদিন পালন বেলুড়ে

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal