জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৩১ অক্টোবর অর্থাত্ গত বৃহস্পতিবার, বিকেলের ভিতর ১০ দলকেই খেলোয়াড় ধরা-ছাড়ার তালিকা দিতে হত। বিসিসিআই-এর নির্দেশ মতোই সকল আইপিএল টিম রিটেনশন লিস্ট জমা দিয়েছে। দিল্লি ক্য়াপিটালস (Delhi Capitals, DC) এবার ধরে রেখেছে অক্ষর প্যাটেল (Axar Patel), অভিষেক পোড়েল (Abhishek Porel), ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs) ও কুলদীপ যাদবকে (Kuldeep Yadav)। দিল্লি ছেড়ে দিয়েছে তাদের অধিনায়ক ঋষভ পন্থকে (Rishabh Pant)। যার মানে ঋষভ ঝড় তুলতে চলেছেন মেগা নিলামে। দিল্লির হয়ে ৮ মরসুম খেলে ঋষভ এবার অন্য় দলে ঢুকে পড়বেন। ঋষভ কোন দলে খেলবেন? তা এখনই জানেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন নক্ষত্র সুরেশ রায়না (Suresh Raina)!
আরও পড়ুন: শুধু নেতৃত্বই নয়, টাকার লোভও নেই তাঁর, আত্মবলিদানেই মুম্বইকে বাঁচিয়ে দিলেন রোহিত!
রায়না জিয়ো সিনেমায় দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন,’ আমি দিল্লিতে ধোনি ও পন্থের সঙ্গে দেখা করেছি। দ্রুত একজনকে হলুদ জার্সিতে দেখা যাবে।’ সিএসকে-র ‘ঘরের ছেলে’ রায়না সাফ বলেই দিলেন যে, রাজধানী ছেড়ে এবার চেন্নাই এক্সপ্রেসে উঠছেন পন্থ। ধোনির সঙ্গে পন্থের সম্পর্ক একেবারে গুরু-চেলার মতো। পন্থ বিভিন্ন সময়ে বলেছেন যে, কিংবদন্তি ধোনিই তাঁর শিক্ষক। ধোনি নিশ্চিত ভাবেই চাইবেন চেন্নাইয়ে পন্থকে নিয়ে আসতে। ধোনির এখন ৪৩ বছর বয়স। খুব স্বাভাবিক ভাবেই তিনি আর বেশিদিন আইপিএল খেলবেন না। পন্থ সিএসকে-তে আসলে, দল যে আরও শক্তিশালী হয়ে উঠবে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। দুরন্ত উইকেটকিপিং, ঝোড়ো ব্য়াটিং যেমন পন্থের পরিচয়। তেমনই পন্থকে অধিনায়কও করতে পারে সিএসকে। অতীতে ধোনি-পন্থ ভারতীয় দলে খেলেছে। এবার দেখার আইপিএলে এক ড্রেসিংরুম তাঁরা ভাগ করে নেন কিনা!
আরও পড়ুন: ‘তখন আচমকাই …’! ১৬ বছর আগের ঘটনায় ধোনির বিস্ফোরণ! ভারতীয় ক্রিকেট তোলপাড়…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)