জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:বাবা মায়ের যৌনতা নিয়ে প্রশ্ন করেও ছাড় পেয়ে গেলেন বিতর্কিত ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়া (Ranveer Allahbadia)। সময় রায়নার শো’তে এসে মা বাবার যৌনতা নিয়ে কদর্য মন্তব্য করেছিলেন রণবীর। এই মন্তব্যের বিরুদ্ধে দেশজুড়ে ঝড় ওঠে। মামলা গড়ায় সুপ্রিম কোর্ট (Supreme Court)অবধি। সুপ্রিম কোর্ট প্রাথমিকভাবে, তাকে এই মন্তব্যের জন্য তিরস্কার করলেও, আজকের এই রায়ে অনেকটাই স্বস্তি পেলেন এই ইউটিউবার ।
আরও পড়ুন:একাকিত্ব কাটাতে পুষেছিলেন বিড়াল, সখের সেই পোষ্যের মৃত্যুতে চরম পদক্ষেপ তরুণীর…
‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ শো’তে ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়ার (Ranveer Alhabadia)অশ্লীল মন্তব্য ঘিরে চর্চা তুঙ্গে। দেশজুড়ে চলেছে বির্তক-সমালোচনা। একাধিক এফআইআর দায়ের হয় রণবীর বিরুদ্ধে। মামলা থেকে বাঁচতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই ইউটিউবার।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
সমাজ মাধ্যমে ক্রমশই ছাড়াচ্ছে শালীনতার মাত্রা- এ নিয়ে তর্ক বিতর্ক চলছে বিস্তর। এরই মাঝে মজা করতে গিয়ে, ভয়ঙ্কর সব কথা বলেছিলেন বেশ কিছু ইউটিউবার। এবার সেরকমই এক কাণ্ড ঘটালেন রণবীর আল্লাহবাদিয়া। রণবীর আল্লাহবাদিয়া যিনি বিখ্যাত ‘বিয়ার বাইসেপ্স’ হিসেবে দেশে বিদেশের নানা তারকাকে তিনি নিজের পডকাস্ট শোয়ে নিয়ে আসেন এবং বেশ কিছু তথ্য জানার চেষ্টা করেন। এবার এমন এক মন্তব্য করেছেন যা নিয়ে উত্তাল নেটপাড়া। শুধু সোশ্যাল মিডিয়া নয়, রাজনৈতিক ব্যক্তিত্বদেরও রোষানলে তিনি। শোয়ে মজা করতে গিয়ে বাবা মায়ের যৌন জীবন নিয়ে কথা বলতেও ছাড়েননি রণবীর।
আরও পড়ুন: বড় আপডেট ! এই ডকুমেন্ট না থাকলে আর নয় পাসপোর্ট …
রণবীরের বিরুদ্ধে বিভিন্ন রাজ্য থেকে অভিযোগ দায়ের হয়। অপ্রীতিকর এবং অবমাননাকর মন্তব্য করার অভিযোগে তাঁর অনুরাগীদের মধ্যে ক্ষোভ চূড়ান্ত হয়ে ওঠে। রণবীর সুপ্রিম কোর্টে গিয়ে বাঁচার আর্তি জানান। গত ১৪ ফেব্রুয়ারি আইনজীবী অভিনব চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের সামনে বিষয়টি উল্লেখ করে বলেন যে, রণবীরের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করা হয়েছে। অসম পুলিস তাঁকে তলব করেছিল। সুপ্রিম কোর্ট জানিয়েছিলেন যে, মামলায় ইতিমধ্যেই তারিখ দেওয়া হয়েছে। অবশেষে সুপ্রিম কোর্ট আজ রায় দিলেন। ভদ্রতা এবং শালীনতার মাত্রা রক্ষা করে রণবীর,আবার তার ইউটিউব পডকাস্টে ফিরতে পারবেন। এই রায় স্বভাবতই উচ্ছ্বসিত রণবীর।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours