নয়াদিল্লি: আকাশে ফের ওড়ার সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছিল। এবার Jet Airways-এর সম্পত্তি বিক্রির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের সাফ বক্তব্য, “এছাড়া আর রাস্তা নেই।” ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইবুনালের তরফে এর আগে Jet Airways-কে উজ্জীবিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। সম্পূর্ণ ঋণ পরিশোধ না করলেও, যাতে মালিকানা হস্তান্তর করা যায়, তার সপক্ষে সিদ্ধান্ত নিয়েছিল তারা। কিন্তু বৃহস্পতিবার ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইবুনালের সেই সিদ্ধান্ত খারিজ করে দিল আদালত।
সংবিধানে উল্লেখিত অনুচ্ছেদ ১৪২ ধারা প্রয়োগ করে এদিম Jet Airways-এর সম্পত্তি বিক্রির নির্দেশ দিয়েছে আদালত। বলা হয়েছে, ঝুলে থাকা ওই মামলায় ‘সম্পূর্ণ ন্যায়’ যাতে মেলে, তার জন্যই সংবিধান প্রদত্ত অধিকার প্রয়োগ করেছে আদালত। পাঁচ বছর আগে যেখানে সিদ্ধান্ত গৃহীত হয়ে গিয়েছিল, এত দিনেও কেন তার প্রয়োগ হল না, আজ তা নিয়ে বিস্ময় প্রকাশ করে আদালত। ঘটনাক্রমকে ‘অদ্ভুত এবং উদ্বেগজনক’ বলে উল্লেখ করা হয়। আদালত বলে, “Jet Airways-এর সম্পত্তি বিক্রি ছাড়া আর রাস্তা নেই।”
রায় দিতে গিয়ে এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, “যে প্রস্তাব গৃহীত হয়েছিল, তা প্রয়োগ করা যেহেতু আর সম্ভব নয়, তাই সম্পত্তি বিক্রিতে বিনিয়োগকারীদেরও রাখতে হবে, শেষ অবলম্বন হিসেবে।” বিচারপতি জেবি পার্দিওয়ালা, বিচারপতি মনোজ মিশ্রও ওই বেঞ্চে ছিলেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক-সহ যারা সংস্থাকে ঋণ দিয়েছিল, তাদেরও এতে যুক্ত করতে বলা হয়েছে।
বেশ কিছু বছর ধরেই উড়ান বন্ধ Jet Airways-এর।
সবিস্তার আসছে
আরও দেখুন
+ There are no comments
Add yours