NOW READING:
আন্তর্জাতিক ক্রিকেটে যা কখনও হয়নি, সেই কাণ্ডই ঘটিয়ে ফেলল বাহরিন, নতুন রেকর্ড!
March 15, 2025

আন্তর্জাতিক ক্রিকেটে যা কখনও হয়নি, সেই কাণ্ডই ঘটিয়ে ফেলল বাহরিন, নতুন রেকর্ড!

আন্তর্জাতিক ক্রিকেটে যা কখনও হয়নি, সেই কাণ্ডই ঘটিয়ে ফেলল বাহরিন, নতুন রেকর্ড!
Listen to this article


নয়াদিল্লি: টি-২০ ক্রিকেটে (T20 Cricket) সুপার ওভারে ১ রান তোলার লজ্জার রেকর্ড ছিল আফগানিস্তানের। সেই রেকর্ডও ভেঙে গেল। লজ্জার নতুন নজির গড়ল বাহরিন। শুক্রবার মালয়েশিয়ায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে হংকংয়ের বিরুদ্ধে ম্যাচে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সুপার ওভারে শূন্য রানে আউট হয়ে গেল বাহরিন!

গত বছরের ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে ম্যাচে সুপার ওভারে মাত্র এক রানে আউট হয়ে গিয়েছিল আফগানিস্তান। ওই ম্যাচে প্রথম সুপার ওভারে ম্যাচ টাই হলে ম্যাচ গড়ায় দ্বিতীয় সুপার ওভারে। আর সেখানেই ভারতের করা ১১ রানের জবাবে ১ রানেই ২টি উইকেট হারিয়ে অল আউট হয় আফগানিস্তান।

এবার সেই রেকর্ড ভেঙে দিল বাহরিন। সুপার ওভারে কোনও রানই হল না। শূন্য রানে শেষ হল সুপার ওভার! মালয়েশিয়ায় ত্রিদেশীয় টি-২০ টুর্নামেন্টে হংকংয়ের বিরুদ্ধে সুপার ওভারে বাহরিনের ইনিংস শেষ হয়ে গেল শূন্য রানে।

টস জিতে শুরুতে ব্যাট করে হংকং ২০ ওভারে ১২৯/‌৭ তুলেছিল। রান তাড়া করতে নেমে বাহরিনও ২০ ওভারে ১২৯ রানই তোলে। ম্যাচ টাই হয়। ফলাফলের জন্য সুপার ওভার হয়। সেখানে দ্বিতীয় বলে বাহরিনের আহমের বিন নাসির আউট হন। তিনি কোনও রান করতে পারেননি। দলের রানও তখন শূন্য। পরের বলেই আউট হয়ে যান সোহেল আমেদ। শূন্য রানে দু’উইকেট পড়ে যায় বাহরিনের। আইসিসি-র টি-২০ ক্রিকেটের নিয়মে সুপার ওভারে ২ উইকেট পড়ে গেলেই সেটাকে অল আউট ধরা হয়। কারণ, সুপার ওভারে সর্বোচ্চ তিনজন ব্যাট করতে পারেন। হংকংয়ের বাবর হায়াত সুপার ওভারের তৃতীয় বলে এক রান নিয়ে দলকে জেতান। এরকম ঘটনা এর আগে কখনও ঘটেনি সুপার ওভারে। 

আরও পড়ুন: মাত্র ২ বছর বয়সেই মৃত্যু! তারকা ক্রিকেটারের জীবনে বিপর্যয়, শোকের ছায়া বিশ্বক্রিকেটে

আন্তর্জাতিক ক্রিকেটে সুপার ওভারে এর আগে শূন্য রানে অল আউট হওয়ার নজির না থাকলেও ঘরোয়া ক্রিকেটে অবশ্য সুপার ওভারে কোনও রান হওয়ার রেকর্ড রয়েছে। ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স লিগে দিল্লিতে সাসেক্সের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দল ঈগলসের হয়ে সিজে ডি’ভিলিয়ার্স সুপার ওভার মেডেন দিয়েছিলেন। এছাড়া আরও অনেক দলই লজ্জার এই রেকর্ডের অংশীদার হয়েছে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম।

আরও পড়ুন: আইএসএলে মোহনবাগানের সেমিফাইনাল কবে, প্রকাশিত হল সূচি, আরও চনমনে সবুজ-মেরুন শিবির

 

আরও দেখুন



Source link