হায়দরাবাদ: গত বারের রানার্স আপ দল। আইপিএল মরশুমের (IPL 2025) প্রথম ম্যাচে ২৮৬ রান তুলে দারুণ জয়। তবে তারপর থেকে ক্রমশই অবনতি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad)। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বুধবার, ২৩ এপ্রিল চলতি মরশুমের ষষ্ঠ ম্যাচ হারল নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি। দলের এই হতাশাজনক পারফরম্য়ান্সের পর এই অবনতির কারণ ব্যাখা করেন ক্যাপ্টেন কামিন্স (Pat Cummins)।
সানরাইজার্স মহাতারকা বলেন, ‘পিচটা বোঝা এবং সেই অনুযায়ী নিজের খেলাটা খেলা জরুরি। প্রথম ম্যাচে যেখানে আমরা ২৮০ রান করেছিলাম সেখান থেকে এই ম্যাচ যেখানে আমরা অল্প রানে থেমে যাই, পার্থক্যটা বিশাল। সত্যি বলতে এটাই টি-টোয়েন্টি ক্রিকেট। ম্যাচের মোড় যে কোনও দিকে ঘুরতে পারে। শেষ কয়েকটা ম্যাচে সেটা একেবারেই আমাদের দিকে আমরা ঘোরাতে পারিনি। এরপর কয়েকটি অ্যাওয়ে ম্যাচ রয়েছে আমাদের। সেই ম্যাচগুলিতে দ্রুত উইকেট বুঝে কী স্কোর করা প্রয়োজন সেটা ঠিক করতে হবে এবং সেই অনুযায়ী ইনিংস গড়তে হবে। আসন্ন ভবিষ্যতে এটাই আমাদের পরিকল্পনা হবে।’
ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়ে সানরাইজার্স। শূন্য রানেই দুই উইকেট পড়ে যায়, পাঁচ উইকেটে হারায় ৩৫ রানে। শেষমেশ অভিনব মনোহর ও হেনরিখ ক্লাসেনের ৯৯ রানের কোনওক্রমে লড়াই করার কিছুটা রসদ পায় সানরাইজার্স। ৪৪ বলে ৭১ রান করেন ক্লাসেন, ৩৭ বলে ৪৩ রান করেন অভিনব মনোহর। দুই ব্যাটারকে ম্যাচশেষে প্রশংসায় ভরাতে ভোলেননি কামিন্স। তিনি যোগ করেন, ‘অভিনব ও ক্লাসি নিঃসন্দেহে দারুণ ব্যাটিং করে আমাদের একটা ঠিকঠাক রান তুলতে সাহায্য করে। একজন ব্যাটার তো গোটা ইনিংস সামলান, সেটা বড় রান তোলার জন্য প্রয়োজনীয়। তবে দুর্ভাগ্যবশত আমরা তা করতে পারিনি। নিরন্তর উইকেট হারিয়েছি। আমরা এই নিয়ে নিজেদের মধ্যে আগেও কথা বলেছি। টপ অর্ডার ব্যাটার ইনিংস তৈরি জন্য শুরুতে কয়েকটা বল খরচ করতেই পারেন। পরে তো সেটা মেকআপ করে দেওয়াই যায়। তবে শূন্য রানে দুই উইকেট থেকে শুরু করাটা খুবই চাপের হয়ে যায়।’
এই পরাজয়ের পরেও অবশ্য সানরাইজার্স হায়দরাবাদ এখনও লিগ তালিকায় নয় নম্বরেই রয়েছে। এরপর লিগ তালিকায় তাদের নীচে থাকা একমাত্র দল সিএসকের বিরুদ্ধে খেলবে সানরাইজার্স। সেই ম্যাচে জয় দিয়েই ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে থাকবে সানরাইজার্স হায়দরাবাদ।
আরও দেখুন