NOW READING:
Sunny Leone wedding: ‘এই মুহূর্ত আজীবনের…’, সানির বিয়েতে আমন্ত্রিত মাত্র ৫! কেন এত লুকোছাপা?
November 5, 2024

Sunny Leone wedding: ‘এই মুহূর্ত আজীবনের…’, সানির বিয়েতে আমন্ত্রিত মাত্র ৫! কেন এত লুকোছাপা?

Sunny Leone wedding: ‘এই মুহূর্ত আজীবনের…’, সানির বিয়েতে আমন্ত্রিত মাত্র ৫! কেন এত লুকোছাপা?
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের বিয়ে করলেন সানি লিওন। মলদ্বীপে বসেছিল বিয়ের আসর। খৃস্টান মতে বিয়ে করলেন কানাডিয়ান ভারতীয় অভিনেত্রী। মায়ের বিয়েতে ব্রাইডস মেড হয়েছিল সানির মেয়ে। হাজির দুই ছেলেও। সাদা গাউনে কনের সাজে সানিকে দেখে চোখ ফেরানো দায়। ফের বিয়ের মন্ডপে অভিনেত্রী, এই খবরেই সরগরম গোটা বলিউড। 

আরও পড়ুন- Virat Kohli Birthday: কোহলির জন্মদিনে ফ্যানেদের ‘বিরাট’ উপহার! প্রথমবার ভামিকা-অকায়ের ছবি পোস্ট অনুষ্কার…

গত ৩১ অক্টোবর মলদ্বীপের সমুদ্রে সৈকতে বসেছিল বিয়ের আসর। সাদা ও গোলাপি থিমে সাজানো হয়েছিল মন্ডপ। তিন সন্তানের হাত ধরেই ফের বিয়ের মন্ত্র পড়লেন সানি। ২০১১ সালে পঞ্জাবি মতে আনন্দ করাজ সেরেমনির মাধ্যমে ড্যানিয়েল ওয়েবরকে বিয়ে করেছিলেন সানি লিওন। এবার পাত্র কে? এখানেই চমক।

ফের ড্যানিয়েলকেই বিয়ে করলেন সানি।  নতুন বিয়ের আংটি উপহার দিয়ে সানিকে চমকে দেন ড্যানিয়েল। অনেকদিন ধরেই তাঁরা খৃস্টান মতে বিয়ে করার পরিকল্পনা করছিলেন বলে জানান সানি। তবে তাঁরা অপেক্ষা করছিলেন কারণ তাঁরা চাইতেন তাঁদের ছেলে মেয়েরাও যেন বিয়ের অনুষ্ঠানটি সম্পর্তে জানতে পারে। সেই কারণেই এতদিনের অপেক্ষা। 

 

আরও পড়ুন- Indrani Halder: ওজন বেড়েছে হুড়মুড়িয়ে, অসুস্থতার কারণেই অন্তরালে ইন্দ্রানী হালদার!

প্রায়ই মলদ্বীপে সপরিবারে বেড়াতে যান সানি ও ড্যানিয়েল। তাই সেই দ্বীপেই বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। বিয়ের পর গোটা পরিবার মিলে একটি গাছও পোঁতেন তাঁরা। যেখানে বলিউডে কেবলই শোনা যায় বিয়ে ভাঙার খবর। সেখানে একই ব্যক্তিকে ফের বিয়ে করে অবশ্যই দৃষ্টান্ত গড়লেন সানি। পাশাপাশি অভিনেত্রী জানান যে তাঁর আগের বিয়ের থেকেও এবারের বিয়ে বেশি স্পেশাল কারণে সেই অনুষ্ঠানে শুধুমাত্র ৫ জনই উপস্থিত ছিলেন, তাঁরা হলেন সানি, ড্যানিয়েল ও তাঁদের তিন সন্তান। ইচ্ছে করেই তাঁরা কাউকে আমন্ত্রণ করতে চাননি। পুরো অনুষ্ঠানটি উপভোগ করার জন্যই ব্যক্তিগত রেখেছেন। তবে বিয়ের পরেই সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিয়ো পোস্ট করেন সানি। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link