NOW READING:
Viral Video | Sunita Williams: ৯ মাস পর সুনীতা পৃথিবীতে, তাঁকে পেয়ে পোষ্যরা আত্মহারা, চোখের জলে ভিজল নেটপাড়া…
April 2, 2025

Viral Video | Sunita Williams: ৯ মাস পর সুনীতা পৃথিবীতে, তাঁকে পেয়ে পোষ্যরা আত্মহারা, চোখের জলে ভিজল নেটপাড়া…

Viral Video | Sunita Williams: ৯ মাস পর সুনীতা পৃথিবীতে, তাঁকে পেয়ে পোষ্যরা আত্মহারা, চোখের জলে ভিজল নেটপাড়া…
Listen to this article


জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কী অসাধ্য-সাধনই না করেছেন সুনীতা উইলিয়ামস (Sunita Williams)। নাসার নভোশ্চরের মাত্র ৮ দিন থাকার কথা ছিল মহাকাশে, তার বদলে ৯ মাস থাকলেন সেখানে! স্পেসওয়াকিং উওম্যান’ হিসেবে রেকর্ড করে ২৮৬ দিন পর পৃথিবীতে ফিরেছেন সুনীতা। এতগুলো দিন সুনীতাকে ছাড়াই কাটিয়েছে তাঁর দুই ল্যাব্রাডর রিট্রিভার! যাদের নাম গানার ও গরবি। মানুষের পরম বন্ধুই যে সারমেয়। এই কথা কে না জানে, কুকুরের মতো ভালোবাসতে আর কোন প্রাণীই বা পারে! সুনীতাকে পেয়ে দুই সারমেয় আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

বাঁধনভাঙা উচ্ছ্বাসে সেই দুই কুকুর যে ঠিক কী করবে, তা তারাও বুঝে উঠতে পারছিল না। সুনীতাকে দেখেই লেজ নাড়িয়ে লাফালাফি শুরু করে দেয়। এরপর সুনীতার কাছে চলে আসে তারা, এরপর প্রিয়মানুষের আদরে ডুব দেয় চারপেয়েরা। সুনীতা নিজেই তাঁর এক্স হ্যান্ডেলে সেই ভিডিয়ো শেয়ার করেছে Best homecoming ever! ক্যাপশন দিয়ে, বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায়, ‘সেরা স্বদেশ প্রত্যাবর্তন’। সুনীতা এই ভিডিয়ো শেয়ার করার সঙ্গেই নেটপাড়ায় তা ভাইরাল হয়ে গিয়েছে। যা দেখে চোখ ভিজেছে নেটপাড়ার…

সুনিতার কুকুরের সঙ্গে রিইউনিয়নের ভিডিয়ো নজর এড়ায়নি স্পেসএক্সের প্রতিষ্ঠাতা এলন মাস্কেরও। কমেন্ট সেকশনে তিনি হার্ট ইমোজি দিয়েছেন। এলনের প্রতিক্রিয়ার আলাদাই তাত্‍পর্য রয়েছে। সুনীতা এবং বুচ উইলমোর ২৮৬ দিন মহাকাশে কাটানোর সময় মোট ১২১,৩৪৭,৪৯১ মাইল ভ্রমণ করেছেন। পৃথিবীর চারপাশে ৪,৫৭৬ বার কক্ষপথ সম্পূর্ণ করেছেন। মাস্কের সংস্থা স্পেসএক্সের ৯০০ ঘণ্টার গবেষণার ফলই সুনীতা-বুচের পৃথিবীতে ফেরা। স্পেসএক্স ক্রু-৯ মিশন থেকে যাবে ইতিহাসে। স্পেস এক্স ড্রাগন স্পেসক্রাফটই ছিল সুনীতাদের ত্রাতা। সুনীতার একটি কথা সকলের মন জয়ে করে নিয়েছিল। মহাকাশ থেকে ভারতকে কেমন দেখতে লাগে? এই প্রশ্নই ছিল তাঁর কাছে। ভারতীয় বংশোদ্ভূত বলেছিলেন, ‘অসাধারণ, এক কথায় অসাধারণ… ভারত অসাধারণ।’ বোঝাই যায় সুনীতার শিকড় ভারতের সঙ্গেই জুড়ে রয়েছে। 

আরও পড়ুন: সবচেয়ে শক্তিশালী ভূকম্প! মাটির তলায় শহর-নগর, লক্ষ লক্ষ মৃত্যু, উত্তাল সমুদ্রে ভয়ংকরতম সুনামি…

আরও পড়ুন: ‘নোবেল পুরষ্কার কি এতই মর্যাদাহীন?’ নোবেল পুরষ্কার বিতর্কে ইমরানের নিন্দায় মুখর…

 





Source link