উদ্ধার অভিযানেও বিপত্তি, অবশেষে সুনীতার কাছে পৌঁছচ্ছে নয়া মহাকাশযান, ফিরতে যদিও আরও কয়েক মাস
নয়াদিল্লি: শেষ মুহূর্তে অভিযান বাতিল হয়েছিল বেশ কয়েক বার। অবশেষে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছনোর মুখে ধনকুবের ইলন মাস্কের সংস্থা SpaceX-এর Crew-9 মহাকাশযান। স্থানীয় সময় অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর রাত ১০টা বেজে ৪৬ মিনিটে ফ্লোরিডার স্পেস স্টেশন থেকে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে রওনা দেয় Crew-9. আর কয়েক ঘণ্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। ভারতীয় বংশোদ্ভূত নভোশ্চর সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোরকে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনার দায়িত্ব দেওয়া হয়েছে SpaceX-কে। (Sunita Williams Rescue Mission)
SpaceX-এর Crew-9 Dragon Capsule-এ চেয়ে রওনা দিয়েছেন NASA-র নভোশ্চর নিক হেগ এবং রাশিয়ার ROSCOSMOS-এর আলেকজান্ডার গরবানভ। চারটি আসন বিশিষ্ট মহাকাশযানের দু’টি আসন খালি রাখা হয়েছে সুনীতা এবং ব্যারিকে ফিরিয়ে আনার জন্য। তবে আজ, কাল অথবা পরশু নয়, আগামী বছর ফেব্রুয়ারি মাসে সুনীতি এবং ব্যারিকে সঙ্গে নিয়ে পৃথিবীতে ফিরে আসার কথা নিক এবং আলেকজান্ডারের। (SpaceX Crew-9 Mission)
তবে সুনীতা এবং ব্যারিকে ফিরিয়ে আনার এই অভিযানও একেবারেই মসৃণ ছিল না। আগেই দু’বার অভিযান পিছিয়ে যায়। শনিবার উৎক্ষেপণের পর নির্দিষ্ট কক্ষপথে পৌঁছতে তেমন কোনও সমস্যা হয়নি যদিও। কিন্তু যে Falcon-9 রকেট মহাকাশযানটিকে কক্ষপথে পৌঁছে দেয়, তার থেকে ক্যাপসুলটি আলাদা হওয়ার সময় যান্ত্রিক গোলযোগ দেখা দেয় বলে জানিয়েছে SpaceX. রকেটের উপরের অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।
SpaceX জানিয়েছে, রকেটের উপরের অংশটি পরিকল্পনা মাফিক মহাসাগরে এনে ফেলা হয়। কিন্তু কক্ষপথ থেকে পৃথিবীতে ফিরে আসার সময় রকেটের উপরের অংশের বেশ খানিকটা পুড়ে যায়। ফলে মহাসাগরে এনে ফেলা হলেও, মহাসাগরের যে নির্ধারিত জায়গায় রকেটের অবশিষ্টাংশ এনে ফেলার কথা ছিল, তা সম্ভব হয়নি। এমনিতে মহাকাশ অভিযানের ক্ষেত্রে Falcon-9 রকেটই বেশি ব্যবহার করে SpaceX. এই ঘটনা পর আপাতত, তা থেকে বিরত থাকার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ঠিক কী কারণে এমন ঘটল, তা খতিয়ে দেখার পরই এ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে।
এই মুহূর্তে আন্তর্জাতিক স্পেস স্টেশনকে ছোঁয়ার পথে Crew-9. সেখানে মহাকাশযানটিকে নোঙর করবেন নভোশ্চর নিক এবং আলেকজান্ডার। আগামী পাঁচ মাস সেখানে গবেষণামূলক কাজকর্ম চালাবেন তাঁরা। সুনীতা এবং ব্যারিও তাঁদের সঙ্গে গবেষণার কাজে যুক্ত থাকবেন। শেষ মেশ, আগামী বছর ফেব্রুয়ারি মাসে পৃথিবীতে ফিরে আসার কথা তাঁদের।
আরও দেখুন