NOW READING:
‘মমতার দৌলতে বাংলায় তালিবানি শাসন’, বললেন সুকান্ত, আদি-নব্য দ্বন্দ্ব নিয়ে বিজেপি কর্মীদের বার্ত
July 3, 2025

‘মমতার দৌলতে বাংলায় তালিবানি শাসন’, বললেন সুকান্ত, আদি-নব্য দ্বন্দ্ব নিয়ে বিজেপি কর্মীদের বার্ত

‘মমতার দৌলতে বাংলায় তালিবানি শাসন’, বললেন সুকান্ত, আদি-নব্য দ্বন্দ্ব নিয়ে বিজেপি কর্মীদের বার্ত
Listen to this article


কলকাতা: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে। আর তার আগে নতুন রাজ্য সভাপতি পেল বিজেপি। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে শমীকের নাম ঘোষণা হল, সম্বর্ধনা দেওয়া হল তাঁকে। আর সেই মঞ্চ থেকে আদি-নব্য দ্বন্দ্বের অবসান ঘটানোর চেষ্টা করতে দেখা গেল বিজেপি-র সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। তিনি জানিয়েছেন, আজ-কাল যবেই আসুন না কেন, দলের পতাকা হাতে থাকা সকলেই বিজেপি। (West Bengal BJP)

এদিন শমীককে সম্বর্ধনা জানানোর অনুষ্ঠানে বক্তৃতা করতে ওঠেন সুকান্ত। তিনি জানান, চার বছর আগে এভাবেই তাঁর হাতে রাজ্য সভাপতির দায়িত্ব তুলে দিয়েছিলেন দিলীপ ঘোষ। এখন তিনি শমীকের হাতে দায়িত্ব তুলে দিচ্ছেন, আগামী দিনে শমীক আবার অন্য কারও হাতে দায়িত্ব তুলে দেবেন। বিজেপি-র এটাই ধারা বলে মন্তব্য করেন তিনি। শমীক অভিজ্ঞ মানুষ, তাঁর নেতৃত্বে ২০২৬ সালে বিজেপি লড়াই করবে বলে জানান। (Sukanta Majumdar)

আর এ প্রসঙ্গেই নবীন-প্রবীণ দ্বন্দ্বের কথা উঠে আসে সুকান্তের ভাষণে। তিনি বলেন, “বিজেপি পরিবারতান্ত্রিক দল নয়, বরং বিজেপিই একটি পরিবার। আমরা সকলে দলের অবিচ্ছেদ্য অংশ। আজ কে এসেছেন, কাল কে এসেছেন, আমরা সবাই বিজেপি। বাড়িতে মেয়ের বিয়ে হলে মা লকার থেকে ঠাকুমার সোনার হার বের করে আনেন। কেউ সেই হারেক পুরনো বলে না, কারণ সোনা সোনাই থাকে। বিজেপি তেমনই খাঁটি সোনা। নতুন-পুরনো বলে এখানে কিছু হয় না। আদি-নব্য কিছু নেই। কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে চাই আমরা।”

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন সুকান্ত। তিনি বলেন, “২০২১ সালে তৃণমূল একটা ধাক্কা দিয়ে বলেছিল, বিজেপি ফিনিশ। সেই তৃণমূল আজ বুঝতে পারছে, বিজেপি কী জিনিস। এবার দেখানোর সময় এসেছে। ২০২৬ সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করে ফেলব আমরা। মমতার জায়গায় বিজেপি-র মুখ্যমন্ত্রী আসনে বসবেন। ২০২১ সালের পর লড়াই সহজ ছিল না। বাড়িঘর পুড়িয়ে দেওয়া, ধর্ষণ, এসবে সাময়িক স্তম্ভিত হেয় গিয়েছিলেন আমাদের কর্মীরা। কিন্তু কোমর বেঁধে পাল্টা লড়াই শুরু হয়। ২০২৬ সালে পাল্টা লড়াই হবে। একটি ঢিল খেলে, পাটকেল মারতে হবে। মার খাবেন না, মারার জন্য তৈরি হয়ে যান।”

মমতা বন্দ্যোপাধ্য়ায়েরও তীব্র সমালোচনা করেন সুকান্ত। বলেন, “মমতা বন্দ্যোপাধ্য়ায় এবং তৃণমূল কোথায় নিয়ে গিয়েছে বাংলাকে। আমাদের এই লড়াই বাংলাকে সোনার বাংলায় পরিণত করার, যারা বাংলাকে মিনি পাকিস্তান বানানোর স্বপ্ন দেখে, তাদের বিরুদ্ধে লড়াই করার। মমতার দৌলতে আজ বাংলায় তালিবানি শাসন প্রতিষ্ঠা হতে চলেছে। বিজেপি-র লড়াই চলবে। আমরা রাস্তায় ছিলাম, আছি।”



Source link