<p>BJP News: পাল্টা মারের দাওয়াই সুকান্তর । ‘মারের বদলা মার, চুপ করে বসে মার খাবেন না’ । কেউ মারলে পাল্টা মারবেন, শান্তিপুর পঞ্চায়েত সমিতির অফিসে গিয়ে মন্তব্য সুকান্তর । বুধবার পঞ্চায়েত সমিতিতে সভাপতি ও সহ-সভাপতির ঘর ভাঙচুর করে তৃণমূল । খুলে দেওয়া হয় পঞ্চায়েত সমিতিতে সভাপতি ও সহ-সভাপতির নেমপ্লেট । সেই নেমপ্লেট লাগিয়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি। </p>
<p><strong>জীবনতলায় 7 MM পিস্তলের ১৯০ রাউন্ড কার্তুজ-সহ ৪ জন গ্রেফতার</strong></p>
<p>বারুদের স্তূপে দক্ষিণ ২৪ পরগনা! জীবনতলায় গুলির ভাণ্ডার ! বজবজে অস্ত্র-বোমার তাণ্ডবের পরে জীবনতলায় গুলির পাহাড় ! জীবনতলায় 7 MM পিস্তলের ১৯০ রাউন্ড কার্তুজ-সহ ৪ জন গ্রেফতার। অস্ত্র কারবারীদের হাতে অর্ডন্যান্স ফ্যাক্টরিতে তৈরি ১৯০ রাউন্ড কার্তুজ ! ধৃত ৪ জনের মধ্যে ১ জন বিবাদী বাগের অস্ত্র দোকানের কর্মী ! অস্ত্রের দোকান থেকে গুলি কীভাবে বেআইনি অস্ত্রের কারবারীদের হাতে ? </p>
Source link
‘মারের বদলা মার, চুপ করে বসে মার খাবেন না’, দাওয়াই সুকান্তর
