NOW READING:
Bangladesh: ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে সুফি উৎসব!
February 21, 2025

Bangladesh: ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে সুফি উৎসব!

Bangladesh: ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে সুফি উৎসব!
Listen to this article


সেলিম রেজা, ঢাকা: ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে চিরায়ত বাংলার সুফি উৎসব। একদিন ব্যাপী সেই উত্‍সবে অংশ নিলেন  দেশ-বিদেশের অসংখ্য সুফি-মাশায়েখ। সঙ্গে সাধারণ মানুষও। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উত্‍সবে সূচনা হয়।  দুপুরের পর থেকে পুথি পাঠ, মুর্শিদি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, মারফতি ইত্যাদি লোকসংগীত উপভোগ করেন দর্শকরা।

আরও পড়ুন:  Bangladesh: বদলের বাংলাদেশে পালিত হচ্ছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস!

সুফি উত্‍সবে ছিল  কালু বালা সুফি ব্যান্ডের কাওয়ালি ও মুর্শিদি পারফরম্যান্স, দ্য সার্কেল ট্রুপ’র সুফি রাক্স (রুমি ড্যান্স) ও সুফি হাদরা পারফরম্যান্সও। শাহবাজ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় এই সুফি উত্‍সব।  আয়োজক শেখ ফাহিম ফয়সাল বলেন, ‘সুফি ধারা বাংলার প্রাচীন একটি ধারা। এ ধারাকে আধুনিকায়নের সঙ্গে মিশিয়ে আমরা নতুন রূপ দিতে চাই এবং তরুণদের কাছে সুফি ধারার বার্তাগুলো পৌঁছে দিতে চাই। এজন্য আমরা কয়েক বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান করছি। তবে এবারই প্রথম আমরা ঢাকায় আউটডোরে সুফি ফেস্টের আয়োজন করেছি। আমাদের অনুষ্ঠানে দর্শকদের অধিকাংশই তরুণ’। 

দিনব্যাপী অনুষ্ঠানে আর্ট সেশন, মেডিটেশন সেশন, বাঁশি এবং ভায়োলিন সেশন, প্রশ্নোত্তর পর্ব, সুফি রাক্স ওয়ার্কশপ, সুফি হাদরা ওয়ার্কশপ উপভোগ করেছেন দর্শনার্থীরা। এছাড়া ফেস্টের অন্যতম আকর্ষণ ছিল বিচিত্র রকমের স্টল। বিভিন্ন বই, ঐতিহ্যবাহী ঢাকাই এবং নবাব বাড়ির খাবার, পোশাক, বিভিন্ন তৈজসপত্র, পারফিউম, ব্যাগ, উত্তরীয়, নানা ধরনের বাদ্যযন্ত্রসহ বিচিত্র ধরনের স্টলেও ছিল দর্শনার্থীদের ভিড়।  বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর মধ্যে প্রধানতম হলো আহসান মঞ্জিল। দীর্ঘ ১৭ বছর পর আহসান মঞ্জিলে সুফি ফেস্টের অনুষ্ঠান হয়েছে।

আরও পড়ুন: Deadly Plane Crash: ফের মাঝ আকাশে বিপত্তি! দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, ছড়িয়ে ছিটিয়ে ধ্বংসাবশেষ, মৃত…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link