NOW READING:
‘ সুদীপ একদম সুস্থ..’, জানালেন খোদ সংসাদের স্ত্রী, কেন মানতে নারাজ কুণাল ?
March 16, 2025

‘ সুদীপ একদম সুস্থ..’, জানালেন খোদ সংসাদের স্ত্রী, কেন মানতে নারাজ কুণাল ?

‘ সুদীপ একদম সুস্থ..’, জানালেন খোদ সংসাদের স্ত্রী, কেন মানতে নারাজ কুণাল ?
Listen to this article


অনির্বাণ বিশ্বাস, অর্ণব মুখোপাধ্যায়, দীপক ঘোষ, কলকাতা: দলের সিনিয়র নেতার আরোগ্য কামনা করে একটা এক্স পোস্ট। আর তাকে কেন্দ্র করে অন্তর্দ্বন্দ্ব-রোগের চেনা উপসর্গ সামনে চলে এল! তৃণমূল নেতা ও সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা ঘিরে শাসকের ঘরেই শুরু হয়েছে তীব্র চাপানউতোর! 
 
রবিবার সকালে এক্স হ্যান্ডলে এই পোস্ট করেন কুণাল ঘোষ। সেখানে তিনি লেখেন, সাংসদ, তৃণমূলের লোকসভার দলনেতা, উত্তর কলকাতার সভাপতি, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করি। পুরো সুস্থ হয়ে যান সুদীপদা। তাঁর অসুস্থতার সময় পাশে আছি আমরা সবাই। সোশাল মিডিয়ায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের এই পোস্টের কিছুক্ষণের মধ্যেই, দলের মুখপাত্র ঋজু দত্ত আবার এক্স হ্যান্ডলে একটি এক্সপোস্ট করেন। তাতে লেখা হয়। উত্তর কলকাতা জেলার সভাপতি ও সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় একদম সুস্থ ও খোশমেজাজে আছেন। 
 
এরপর একেবারে আক্রমণাত্মক পোস্ট করেন কুণাল ঘোষ। সেখানে তিনি লেখেন, সকালে সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের সুস্থতা কামনা করে লিখেছিলাম, ওঁর পাশে আছি। পুরো সুস্থ হয়ে উঠুন। তারপর দু’চারটে ছাগল বলতে ব্যস্ত উনি সুস্থ, বাড়িতে, খোশ মেজাজে। আরে, অসুস্থ হলে কি হাসপাতালেই থাকতে হবে? বা বাড়িতে চোখ উল্টে শুয়ে থাকতে হয়??? আজব তো। সুদীপদা অসুস্থ। চিকিৎসা চলছে। যথেষ্ট চাপের। বিস্তারিত লেখাবেন না। উনি সুস্থ থাকুন। সসম্মানে স্বপদে পার্টির কাজ করুন। এর জন্য জোর করে সুস্থ সাজিয়ে রাস্তায় ঘুরিয়ে ছাগলগুলো যেন ওঁর ‘উপকার’ না করে। এইসব কিছু গরু, ছাগল, কুকুর, বেড়ালের জন্যই যে কোনও সংগঠনে সমস্যা হয়। এরা ফেসবুকে বিপ্লবী। আর নিজস্বার্থে তেলবাজিতে।

পাল্টা ঋজু দত্ত এবার এক্স পোস্টে লেখেন, ‘যারা ভোটের সময় দলের সাথে বেইমানি, গদ্দারি করে…তাদের মত মানুষ হওয়ার থেকে দলের অনুগত কুকুর হওয়া অনেক ভাল।’উত্তর কলকাতা জেলা যুব তৃণমূলের সোশাল মিডিয়া সেলের আহ্বায়ক প্রভাত তিওয়ারি আবার সুদীপ বন্দ্যোপাধ্যায় ও নয়না বন্দ্যোপাধ্যায়ের এই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেই সঙ্গে লিখেছেন, উত্তর কলকাতার সভাপতি ও সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় একদম সুস্থ ও খোশমেজাজে আছেন। এবিষয়ে জানতে চাওয়া হলে, নয়না বন্দ্যোপাধ্যায়ও দাবি করেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় একদম সুস্থ আছেন।

আরও পড়ুন, ‘পোস্টে’ অভিষেকের ‘প্রত্য়াবর্তন’ ! কটাক্ষ BJP নেতা তাপস রায়ের ; ‘পিসি-ভাইপোর নাটক শুরু..’

চৌরঙ্গীর তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় বলেন , না, না। হি ইজ ওকে। হি ইজ ফাইন। ভাল আছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কোনও শারীরিক সমস্যা? এখন শারীরিক সমস্যা কিছু নেই। কিছুই নেই। কাল আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মিটিং করেছেন। আমরা সকাল থেকে সেই সব নিয়ে পড়ে আছি। কাজ করছি। কুণালদার কাছে নিশ্চয় কোনও মিস ইনফরমেশন ছিল। তাই কুণালদা হয়তো লিখে ফেলেছেন। বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, উত্তর কলকাতার জেলা সভাপতি হতে চান কুণাল। সুদীপ ওই পদে রয়েছেন। সুদীপ-কুণাল সংঘাত সুবিদিত। সুদীপ অবসর নিলে কুণালের লক্ষ্য পরিষ্কার।’

আরও দেখুন



Source link