জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একসঙ্গে চারজনের মৃত্যু। ভয়াবহ! মর্মান্তিক! পুনেতে অফিস যাওয়ার পথে ঘটে এই বিপত্তি। পুলিস সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে অফিসে মিনিবাসে করে অফিসের জন্য যাচ্ছিল। মাঝপথে আচমকাই আগুন লাগে তাঁদের গাড়িতে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করতে জ্বলতে শুরু করে গাড়িটি। গাড়ির মধ্যেই মৃত্যু হয় চালক সহ চারকর্মীর।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
ঘটনাটি ঘটেছে পুনের পিম্পরি ছিনওয়ারের হিঞ্জেওয়ারি এলাকায়। জানা গিয়েছে, মিনিবাসটি একটি প্রাইভেট কোম্পানির ছিল। যেখানে কিছু অফিসযাত্রীরা ছিলেন। পুলিস জানিয়েছে, গাড়িটিতে হঠাতই আগুন লাগে। তখন গাড়ির চালক গতিবেগ কমাতে শুরু করে। তখন কিছুজন গাড়ি থেকে নামতে সক্ষম হয়।
আরও পড়ুন: সাক্ষাৎ যম! বন্ধুর সঙ্গে হাঁটার সময়ই মাথায় আচমকা ভেঙে পড়ল…. চিরঘুমে ৪ মাসের অন্তঃসত্ত্বা!
কিন্তু সেই মুহূর্তে ৪ জন গাড়ি থেকে বেরোতে পারেননি। এবং গাড়ির ভেতরেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁদের। এখন মৃতদেহ উদ্ধার করা হচ্ছে। উল্লেখ্য, কিছুদিন আগেই ১৭ মার্চ চার শিশু অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছিল জগন্নাথপুরে। সেখানে বাচ্চাগুলি খেলছিল। ঠিক কী কারণে আগুন লাগে সেটি এখনও জানা যায়নি।
আরও পড়ুন: জলের ট্যাঙ্কের ঢাকনা সরাতেই দেখা মিলল ১৭ দিনের মেয়ের লাশ, মাকে চাপ দিতেই….
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)