Subhashree as Binodini: রুক্মিনীর পর এবার ‘বিনোদিনী’ শুভশ্রী! পরিচালনায় সৃজিত…

Estimated read time 1 min read
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেশ অনেকদিন ধরেই শোনা যাচ্ছে যে সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) তাঁর আগামী ছবির পরিকল্পনা করছেন। ছবির নাম হতে চলেছে ‘লহ গৌরাঙ্গের নাম রে’(Loho Gouranger Naam Re)। আগেই জানা গিয়েছিল যে শ্রীচৈতন্যর ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে(Parambrata Chatterjee)। গিরিশ ঘোষের ভূমিকায় থাকছেন ব্রাত্য বসু। ২০২৩ সালে পরিচালক জানিয়েছিলেন যে নটী বিনোদিনীর চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকারকে। তবে শনিবার বড় ঘোষণা করলেন পরিচালক। তিনি জানালেন প্রিয়াঙ্কা নয়, তাঁর ছবিতে বিনোদিনী (Binodini) হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়(Subhashree Ganguly)। 

আরও পড়ুন- Mamta Kulkarni: সন্ন্যাস নিয়েই অঝোরে কান্না, ‘অনেকে ভেবেছিলেন আমি বলিউডে ফিরব’, বললেন মমতা…

‘পরিণীতা’র পর থেকেই নিজস্ব ছক ভেঙে একের পর এক সিনেমায় দর্শক, অনুরাগীদের মুগ্ধ করেছেন শুভশ্রী। বেশ কয়েকটি গ্ল্যামারহীন চরিত্রের পাশাপাশি বৃদ্ধার ভূমিকা, বারবার নিজেকে ভেঙেচুরে ক্যামেরার সামনে তুলে ধরেছেন অভিনেত্রী। এবার বিনোদিনী হতে চলেছেন তিনি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বিনোদিনী ছবিতে নটী বিনোদিনীর চরিত্রে অভিনয় করেছেন রুক্মিনী। এবার সেই একই চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। 

বিনোদিনীর ভূমিকায় প্রথমদিকে অভিনয় করার কথা ছিল প্রিয়াঙ্কা সরকারের। সে অনুযায়ী ২০২৩ সালে লুকও প্রকাশ্যে এসেছিল। ন্যাড়া মাথায় চৈতন্যভাবে আচ্ছন্ন বিনোদিনীর লুকে প্রশংসা কুড়িয়েছিলেন প্রিয়াঙ্কা। তবে মাঝখানে জল অনেকদূর গড়িয়েছে। সিনেমার কাজও স্থগিত হয়েছে একাধিকবার। এবার বদল হল সৃজিতের বিনোদিনী। 

আরও পড়ুন- Shah Rukh Khan: ভুল করে বেশি দামে ‘মন্নত’ বিক্রি! শাহরুখকে কোটি কোটি টাকা ফেরত দিতে চলেছে সরকার…

প্রসঙ্গত, এর আগে ‘দশম অবতার’ সিনেমার সময়েই সৃজিতের পরিচালনায় অভিনয় করার কথা ছিল শুভশ্রীর। কিন্তু সেসময় বাদ পরেন তিনি। এবার ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির হাত ধরে সেই ইচ্ছা পূরণ হতে চলেছে। চৈতন্য অন্তর্ধান রহস্য-ই এই ছবির প্রেক্ষাপট। ছবির রেকি করতে নবদ্বীপে ও মায়াপুরে গিয়েছিলেন পরিচালক সৃজিত প্রযোজক রাণা সরকার। সেই সময় শোনা গিয়েছিল নবদ্বীপে ছবির একটা বড় অংশ শুট হবে। মায়াপুরে শ্রীচৈতন্যের জন্মস্থান শ্রী যোগপীঠ মন্দিরে যান তাঁরা। ছবিতে দুটি সময়কে ধরা হয়েছে। একটি বর্তমান সময় ও অন্যটি পাঁচের দশক। এই দুই সময়েরই শুট হবে নবদ্বীপে। নবদ্বীপ ছাড়াও শ্যুট হবে কলকাতা ও পুরীতে। এই ছবিতে প্রথমে মুখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল যিশু সেনগুপ্তর কিন্তু তিনি সরে দাঁড়ানোর পরে এই চরিত্রে বেছে নেওয়া হয় পরমব্রত চট্টোপাধ্যায়কে। এবার বদলে গেলেন বিনোদিনীও। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours