NOW READING:
বদলি করা হল চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে, RG Kar আন্দোলনের জের? আজ ফের স্বাস্থ্যভবন অভিযান
March 20, 2025

বদলি করা হল চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে, RG Kar আন্দোলনের জের? আজ ফের স্বাস্থ্যভবন অভিযান

বদলি করা হল চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে, RG Kar আন্দোলনের জের? আজ ফের স্বাস্থ্যভবন অভিযান
Listen to this article


ঝিলম করঞ্জাই, কলকাতা: আর জি কর আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ, চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে দার্জিলিংয়ে বদলি করা হল। দার্জিলিং টিবি হাসপাতালের সুপার পদে বদলি করা হল চিকিৎসককে। এতদিন বর্ধমানে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে ডেপুটি CMOH-2 পদে কর্মরত ছিলেন সুবর্ণ। আর জি কর হাসপাতলে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে যে আন্দোলন মাথাচাড়া দেয়, তাতে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। তাঁর বদলি নিয়ে তাই জল্পনা শুরু হয়েছে। (Subarna Goswami Transferred)

RG Kar আন্দোলনে অংশ নেওয়া চিকিৎসকদের মধ্যে অন্যতম মুখ ছিলেন সুবর্ণ। বিভিন্ন সময় প্রকাশ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে মন্তব্য করেন তিনি। রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের অন্যতম পদাধিকারীও তিনি। স্বাস্থ্যভবনের তরফে বদলির যে নির্দেশ এসেছে, তাতে দার্জিলিংয়ের টিবি হাসপাতালে পাঠানো হচ্ছে তাঁকে। সেখানকার সুপার করে পাঠানো হচ্ছে। (RG Kar Case)

সুবর্ণ জানিয়েছেন, রাজ্যের বর্তমান সরকার এর আগে সাতবার বদলি করেছে তাঁকে। এবার অষ্টমবাররে জন্য় বদলি হচ্ছেন। একই পদে পাঁচবার বদলি করা হয়েছে বলেও দাবি করেছেন। দার্জিলিং টিবি হাসপাতালের সুপার পদ দেওয়া হলেও, সুবর্ণর অভিযোগ, এই পদ তুলনামূলক কম মর্যাদাপূর্ণ। তিনি জানিয়েছেন, ডেপুটি CMOH-2 হিসেবে জনস্বাস্থ্য প্রকল্পের দায়িত্ব ছিলেন। সুচারু ভাবে সেগুলি রূপায়িত করছিলেন। ভাল ফলও মিলছিল। প্রতিহিংসাবশতই তাঁকে বদলি করা হচ্ছে বলে অভিযোগ তাঁর। 

বদলির নির্দেশ নিয়ে সুবর্ণ আরও জানান, এই পদক্ষেপের ফলে বিচারের দাবিতে ওঠা স্বর দমিয়ে দেওয়া যাবে না। শাসকের চোখে চোখ রেখে, শিরদাঁড়া ঋজু রেখে লড়াই চালিয়ে যেতে বদ্ধপরিকর তিনি। যদিও স্বাস্থ্যভবন প্রতিহিংসার অভিযোগ মানছে না। তাদের দাবি, এটা রুটিন বদলি। প্রশাসনিক পদে ছিলেন সুবর্ণ, জনস্বাস্থ্য়ের স্বার্থকে সামনে রেখেই তাঁকে বদলি করা হয়েছে দার্জিলিং টিবি হাসপাতালে।

যদিও সুবর্ণর বক্তব্য, “শাসকদলের ঘনিষ্ঠরা যেখানে ২০-২৫ বছর ধরে একই জায়গায় চাকরি করছেন। সেখানে দার্জিলিংয়ে একটি গুরুত্বহীন পদে, যেখানে কোনও কাজ নেই, যেখানে কোনও রোগী নেই, নীচু পোস্ট দিয়ে পাঠানো হচ্ছে আমাকে।” তিনি আরও বলেন, “অভয়া আন্দোলনের সামনের সারিতে থাকার জন্য নানাজনের বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করেছে। এর আগে মিথ্যা অভিযোগে লালবাজারে ডাকা হয়, মেডিক্যাল কাউন্সিলকে দিয়ে ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় ডায়েরি করানো হয়। এবার বদলির খাঁড়া নামল। এটা নতুন কিছু নয়। এভাবে আমাদের কণ্ঠরোধ করা যাবে না। আমাদের শিরদাঁড়া বিক্রি হবে না। লড়াই জারি থাকবে। এটা ব্যক্তি সুবর্ণ গোস্বামীর উপর নয়,  সমগ্র চিকিৎসক সমাজ এবং প্রতিবাদী নাগরিকদের উপর আক্রমণ। “

সুবর্ণর বদলির বিরুদ্ধে এদিন ফের রাস্তায় নামছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। বৃহস্পতিবার বিকেল ৪টেয় স্বাস্থ্য অভিযাে নামছে তারা। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স জানিয়েছে, সুবর্ণকে বদলি করার এই সিদ্ধান্ত অন্যায়। অভয়ার বিচারের দাবিকে দমিয়ে দেওয়ার জন্য, আন্দোলন আটকানোর জন্যই এই বদলি। কিন্তু স্বাস্থ্যভবন জানিয়েছে, জনস্বাস্থ্য বিভাগে ছিলেন, সেই দায়িত্বই দেওয়া হয়েছে তাঁকে। 

আরও দেখুন



Source link