<p>ABP Ananda Live: ‘কল্যাণবাবুর কী সমস্যা জানিনা, যেখানেই দেখি সেখানেই চিৎকার করতেই দেখি।লোকসভাতে চিৎকার করেন উনি, আমাদের লজ্জায় মাথা নীচু করে থাকতে হয়। লোকসভার মধ্যে কংগ্রেস বা অন্য রাজনৈতিক যাঁরা আমাের বিরোধী তাঁদের কোনও সাংসদ এরকম আচরণ করেন না। লোকসভায় একটা সম্মান আছে, লোকসভা একটা নিয়ম মেনে চলে। যে লোকসভায় গিয়ে চিৎকার করে সে তো আদালতে গিয়ে চিৎকার করবে এটা তো স্বাভাবিক’, মন্তব্য সুকান্তর।</p>
<p>বাগদার তৃণমূল কর্মী, ভারত ও বাংলাদেশ, দু’দেশের ভোটার তালিকাতেই তাঁর নাম রয়েছে! নথি সামনে এনে চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির । উত্তর ২৪ পরগনার বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কর্মী সহিদুল বিশ্বাস । বিজেপির দাবি, তৃণমূল কর্মী সহিদুল আদতে বাংলাদেশের যশোরের চৌগাছার বাসিন্দা । বিজেপির আরও অভিযোগ, বাংলাদেশের নাগরিক হয়েও ভারতের ভোটারকার্ড পেয়ে গিয়েছেন তিনি<br />নথি-সহ বিষয়টি জেলাশাসককে জানানো সত্ত্বেও কোনও জবাব মেলেনি, অভিযোগ পদ্ম শিবিরের অভিযোগ উড়িয়ে তৃণমূল কর্মী সহিদুল বিশ্বাসের দাবি, জন্মসূত্রে তাঁরা এদেশেরই বাসিন্দা</p>
<p><strong>সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর নাম সুপারিশ করল কলেজিয়াম</strong></p>
<p>সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর নাম সুপারিশ করল কলেজিয়াম। ২০১১-তে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে শপথ নেন জয়মাল্য বাগচী। ২০২১ সালে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে বদলি হন। সে বছরই আবার কলকাতা হাইকোর্টে ফিরে আসেন বিচারপতি জয়মাল্য বাগচী। এবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নাম সুপারিশ। ২০৩১ সালে দেশের প্রধান বিচারপতি হতে পারেন জয়মাল্য বাগচী। এদিকে ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডনের নামও সুপারিশ করেছে কলেজিয়াম।</p>
Source link
যে লোকসভায় গিয়ে চিৎকার করে সে আদালতে গিয়ে চিৎকার করবে এটা তো স্বাভাবিক: সুকান্ত

+ There are no comments
Add yours