Sensex Today: গতকাল নয়া উচ্চতায় পৌঁছানোর পরেই আজকের বাজারে (Sensex Today) শুরু থেকেই প্রফিট বুকিংয়ের চাপ দেখা যাচ্ছে। আজ শুক্রবার ১৩ সেপ্টেম্বর বাজার খোলার পর থেকেই প্রফিট বুকিংয়ের চাপে পতন দেখা দিয়েছে বাজারে। বম্বে স্টক এক্সচেঞ্জের (Stock Market Opening) সূচক সেনসেক্স এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ৫০-এ পতন দেখা গিয়েছে।
আজ সকালে ৯টা ১৫ নাগাদ স্টক মার্কেটে সূচক ভেঙে যায় ১০০ পয়েন্ট। নিফটিও ২৫ পয়েন্ট ভেঙে নেমে আসে রেকর্ড উচ্চতার নিচের স্তরে। তারপর থেকে পতন চলতেই থাকে। সকাল ৯টা ২০ নাগাদ ১২০ পয়েন্ট ভেঙে সেনসেক্স নেমে আসে ৮২,৮৫০-এর স্তরে। অন্যদিকে নিফটি ৫০ সূচক ৪০ পয়েন্ট ভেঙে ২৫,৩৫০ এর স্তরে নেমে আসে।
বাজার খোলার আগেই পতনের ইঙ্গিত
আজ দেশীয় শেয়ার বাজার খোলার আগেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে আজকের বাজারে মোমেন্টাম খুব বেশি মিলবে না। প্রি-ওপেন সেশনে সেনসেক্স ১৩০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৮৩,১০০ পয়েন্টে ট্রেড করছিল। অন্যদিকে নিফটি ৪২ পয়েন্ট বেড়ে ট্রেড করছিল ২৫,৪৩০ পয়েন্টে। সকালে বাজার খোলার আগেই গিফট সিটিতে নিফটি ফিউচারস ৫৬ পয়েন্ট প্রিমিয়ামে ট্রেড করতে দেখা গিয়েছিল। কিন্তু বাজার খোলার পরেই লাল সঙ্কেত দেখা যায় সর্বত্র।
নয়া রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল সেনসেক্স
বৃহস্পতিবার অর্থাৎ গতকাল দেশীয় বাজারে নয়া রেকর্ড গড়েছিল সেনসেক্স। ৮৩ হাজারের স্তর ছুঁয়ে এসে বন্ধের সময় ট্রেড করছিল ৮২,৯৬২.৭১ পয়েন্টে। ১৪৩৯ পয়েন্ট অর্থাৎ একদিনে ১.৭১ শতাংশ বেড়েছিল সেনসেক্স। ইন্ট্রাডেতে নতুন সর্বকালীন উচ্চতা তৈরি করেছিল এই সূচক।
বৈশ্বিক বাজারে গতি তুঙ্গে এখন
বিশ্বের বাজারে এখন গতি তুঙ্গে চলছে সমস্ত সূচকের। ওয়াল স্ট্রিটে ডাউ জোনস ইন্ডাস্ট্রিয়াল সূচক বেড়েছে ০.৫৮ শতাংশ। অন্যদিকে এস অ্যান্ড পি ৫০০ সূচক বেড়েছে ০.৭৫ শতাংশ আর টেক সংলগ্ন সূচক ন্যাসড্যাকও ১ শতাংশ বেড়ে গিয়েছে। তবে আজ এশীয় বাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। জাপানের বাজার সূচক নিক্কেই ০.৪৩ শতাংশ পড়ে গিয়েছে আজ, তবে দক্ষিণ কোরিয়ার সূচক কসপি ও কসড্যাকে কোনও গতি নেই। হ্যানসেং সূচকে আজ বুলিশ ভাব নজরে এসেছে।
শুরুর ট্রেডিং সেশনে বড় বড় শেয়ারের কী হাল
আজ সকালের শুরুতেই সেনসেক্সের ২০টি শেয়ারে পতন দেখা গিয়েছে। টাটা স্টিল ও জেএসডব্লিউ স্টিলের শেয়ারের দাম ১ শতাংশ বেড়ে গিয়েছে। অন্যদিকে এশিয়ান পেইন্টসের শেয়ার পড়েছে ১.৬৫ শতাংশ, মহিন্দ্রা ও মহিন্দ্রা, বাজাজ ফিনান্স, আইটিসি, ইনফোসিস সমস্ত শেয়ারেই আজ পতন দেখা যাচ্ছে সকালের সেশনে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Petrol Diesel Price: পেট্রোলের দরে বড় বদল, সকালেই গেলে যে দামে পাবেন কলকাতা-সহ জেলায়..
আরও দেখুন