NOW READING:
একদিনে সাড়ে ৪ লক্ষ কোটি টাকা হারাল বিনিয়োগকারীরা, কালও পড়বে বাজার, কারণ কী 
February 3, 2025

একদিনে সাড়ে ৪ লক্ষ কোটি টাকা হারাল বিনিয়োগকারীরা, কালও পড়বে বাজার, কারণ কী 

একদিনে সাড়ে ৪ লক্ষ কোটি টাকা হারাল বিনিয়োগকারীরা, কালও পড়বে বাজার, কারণ কী 
Listen to this article


 

Share Market : বাজেটে (Budget 2025) মধ্যবিত্তের (Middle Class) স্বস্তি অস্বস্তি বাড়াতে পারে রাজকোষে। পাশাপাশি ট্রাম্পের (Donald Trump) ট্যারিফ (Tariff) বা ভারতের (Trade Tax) ওপর শুল্ক চাপানোর ইঙ্গিত নতুন করে চিন্তা বাড়িয়েছে বিনিয়োগকারীদের (Investment)। সেই কারণে আজও নীচে গেল ভারতের শেয়ার বাজার (Stock Market Today) । জেনে নিন, কী কী কারণে চলতি সপ্তাহে ধীরে চলতে পারে মার্কেট (Indian Stock Market) । 

কী কারণে বাড়ছে উদ্বেগ
আন্তর্জাতিক পর্যায়ে অর্থনৈতিক স্থিতিশীলতার অভাব পুঁজিবাজারে চাপ সৃষ্টি করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চfনের মধ্যে বাণিজ্য উত্তেজনা। সেইসঙ্গে ইউরোপে অর্থনৈতিক মন্দার লক্ষণ বিনিয়োগকারীদের মনে উদ্বেগ তৈরি করেছে।

আজ বাজারে কী হয়েছে
বাজেটের পর থেকে শেয়ারবাজারের অবস্থা ভাল নয়। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নিয়ে হুমকি ও বিদেশি বিনিয়োগকারীদের টাকা তুলে নেওয়ার ঘটনায় ভারতীয় শেয়ারবাজারে চাপ সৃষ্টি করেছে। আজ, 3 ফেব্রুয়ারি শেয়ার বাজার বিনিয়োগকারীদের জন্য একটি হতাশাজনক দিন ছিল। যেখানে BSE সেনসেক্স 319.22 পয়েন্ট কমে 77,186.75 এ বন্ধ হয়েছে। নিফটি 23,261 এ নেমে গেছে। এই পতনের কারণে বিনিয়োগকারীদের 4.36 লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে। আসুন জেনে নিই কেন এত পতন হচ্ছে ভারতীয় শেয়ারবাজারে।

যুক্তরাষ্ট্র-চিনের মধ্যে বাণিজ্য নিয়ে বিরোধ
আন্তর্জাতিক পর্যায়ে অর্থনৈতিক স্থিতিশীলতার অভাব ভারতীয় শেয়ারবাজারে চাপ সৃষ্টি করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চিনের বাণিজ্য উত্তেজনার পাশাপাশি ইউরোপে অর্থনৈতিক মন্দার লক্ষণ বিনিয়োগকারীদের মনে উদ্বেগ সৃষ্টি করেছে। এতে ভারতের বাজারে বিক্রির পরিবেশ তৈরি হয়েছে।

বাজেট নিয়ে হতাশা
সম্প্রতি বাজেটে পরিকাঠামো খাতের জন্য সামান্য বৃদ্ধি করা হয়েছে, যা বিনিয়োগকারীদের হতাশ করেছে। এই খাতে প্রত্যাশিত বৃদ্ধির অভাব অন্যান্য খাতেও নেতিবাচক প্রভাব ফেলেছে।

ডলারের তুলনায় টাকা দুর্বল হয়েছে
টাকার দরপতনের প্রভাব পড়েছে বাজারেও। ডলারের তুলনায় টাকার মূল্য নতুন রেকর্ড সর্বনিম্নে পৌঁছেছে। যা আমদানি পণ্যের দাম বাড়িয়েছে ও মুদ্রাস্ফীতির ঝুঁকি বাড়িয়েছে।

এসব খাতে সবচেয়ে বেশি পতন হয়েছে
ক্যাপিটাল গুডস, পাওয়ার, ইউটিলিটি ও ইন্ডাস্ট্রিয়ালস এর মতো সেক্টরে আজ সবচেয়ে বেশি পতন হয়েছে। ভোগ্যপণ্য ছাড়া বেশিরভাগ সেক্টরাল সূচক লাল ছিল। স্মল ও মিডক্যাপ স্টকগুলিও ভারী ক্ষতির সম্মুখীন হয়েছে, বিএসই-এর মিডক্যাপ সূচক 0.7 শতাংশ এবং স্মলক্যাপ সূচক 1.6 শতাংশ হ্রাস পেয়েছে।

ভবিষ্যতে পরিস্থিতি কেমন হবে
বাজারের এই পতন বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে বাজারের উন্নতি হতে পারে এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হলে ও দেশীয় সূচকগুলো ইতিবাচক হলে বাজার আবার ট্র্যাকে ফিরে আসতে পারে। আপাতত, বিনিয়োগকারীদের সতর্ক হতে হবে ও তাদের বিনিয়োগের সিদ্ধান্তগুলি সাবধানে নিতে হবে।

Budget 2025 : ১২ লাখ টাকা পর্যন্ত আয়করে ছাড়, এবার কোন ট্যাক্স রিজিমে ITR ফাইল করবেন ?

আরও দেখুন



Source link