মহিলাদের স্কিমে ‘দান-খয়রাতির ধুম’, ভোগাতে পারে এই রাজ্যগুলিকে, সতর্ক করল স্টেট ব্যাঙ্ক

Estimated read time 1 min read
Listen to this article


 

Delhi Election: নির্বাচনী চমকের মাশুল গুণতে হতে পারে দেশের একাধিক রাজ্যকে। মহিলা কেন্দ্রিক স্কিমের (Woman Schemes) টাকার ভার বইতে পারছে না অনেক রাজ্য। যার সরাসরি প্রভাব পড়তে পারে রাজ্য়ের বাজেটের (Budget 2025) ওপর। দিল্লি নির্বাচনের (Delhi Election) আগে এই নিয়ে সতর্ক বার্তা এল স্টেট ব্যাঙ্কের (SBI) রিপোর্টে। 

মহিলাদের কোন স্কিমগুলি চাপে ফেলছে রাজ্য়কে
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিপোর্টে বলা হয়েছে,  বিভিন্ন রাজ্যের মহিলা-কেন্দ্রিক ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি) স্কিমগুলির সংখ্যা বেড়েই চলেছে। যা রাজ্যের আর্থিক স্থিতির ওপর মারাত্মকভাবে চাপ সৃষ্টি করতে পারে। যার ফলে সমস্যা তৈরি হতে পারে রাজ্যগুলির বাজেটে। সম্প্রতি সংবাদ সংস্থা ANI প্রকাশ করেছে স্টেট ব্যাঙ্কের এই রিপোর্ট। দেশের রাজনৈতিক ইতিহাস বলছে, এই ধরনের মহিলাদের বিনা কাজে পাইয়ে দেওয়ার স্কিমগুলি নির্বাচনের আগে ঘোষণা করা হয়। মহিলাদের ক্ষমতায়নের থেকে এতে ভোট বৈতরণী পার হওয়ার লক্ষ্য় থাকে রাজনৈতিক দলগুলির।

কী বলা হয়েছে স্টেট ব্যাঙ্কের রিপোর্টে
SBI-এর সতর্কবার্তায় বলা হয়েছে, মহিলা-কেন্দ্রিক এই প্রকল্পগুলির আজকাল সুনামি এসেছে। একাধিক রাজ্য এই ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্য়মে মহিলাদের হাতে টাকা পাঠাচ্ছে। যাতে নির্দিষ্ট রাজ্যগুলির আর্থিক পরিস্থিতি খুবই খারাপ হতে পারে। রিপোর্ট বলছে, দেশের আটটি রাজ্যে এই প্রকল্পগুলির মোট ব্যয় এখন ১.৫ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। যা এই রাজ্যগুলির রাজস্ব আদায়ের ৩-১১ শতাংশ। 

ওড়িশার হাল অপেক্ষাকৃত ভাল
 স্টেট ব্যাঙ্কের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এই দান খয়রাতির মধ্যে ওড়িশার মতো কিছু রাজ্য ভাল অবস্থায় রয়েছে। অ-করযোগ্য রাজস্ব ও মাথার ওপর সেরকম ঋণের বোঝা কম থাকার কারণে এই জাতীয় খরচ ওড়িশা সরকারের কাছে সমস্যা হবে না। তবে অন্য রাজ্যগুলি আর্থিক চাপের মুখোমুখি হতে পারে। 

কর্ণাটকের কী অবস্থা
উদাহরণস্বরূপ এখানে বলা যেতে পারে কর্ণাটকের নাম। এই রাজ্যে মহিলাদের জন্য রয়েছে গৃহলক্ষ্মী প্রকল্প। যা কোনও পরিবারের মহিলা প্রধানকে প্রতি মাসে ২০০০ টাকা দিয়ে থাকে। এর বাজেট বরাদ্দ ২৮,৬০৮ কোটি টাকা। কর্ণাটকের রাজস্ব প্রাপ্তির ১১ শতাংশ।

পশ্চিমবঙ্গে কী অবস্থা
রাজ্যে চলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। যা অর্থনৈতিকভাবে অনগ্রসর পটভূমি থেকে উঠে আসা মহিলাদের জন্য ১০০০ টাকা এককালীন অনুদান দেয়। এর খরচ ১৪,৪০০ কোটি টাকা। যা রাজ্যের রাজস্ব প্রাপ্তির ৬ শতাংশ৷

দিল্লির নির্বাচনের আগে চালু এই স্কিম
দিল্লির মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা চালু করেছে। যেখানে প্রাপ্তবয়স্ক মহিলাদের প্রতি মাসে ১০০০ টাকা করে (কিছু বিভাগ বাদে) দেওয়া হবে। এর জন্য বরাদ্দ অর্থের পরিমাণ ২০০০ কোটি টাকা বা রাজস্ব প্রাপ্তির ৩ শতাংশ।

রাজ্যগুলির জন্য চাপে পড়বে কেন্দ্রীয় সরকার
এসবিআই রিপোর্টে বলা হয়েছে, রাজ্যগুলির নেওয়া মহিলাদের এই ক্রমবর্ধমান স্কিমের প্রভাব কেন্দ্রীয় সরকারের ওপর পড়তে পারে। এরফলে কেন্দ্রের ওপর এই ধরনের ব্যবস্থা গ্রহণের চাপ আসতে পারে। যেকারণে একটি বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে স্টেট ব্যাঙ্কের রিপোর্টে। ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, আলাদা করে রাজ্যগুলি এই স্কিম না করে সর্বজনীন প্রকল্পের দিকে যেতে পারে। যা কেন্দ্রীয় সরকার থেকে রাজ্যের কাছে অনুদান বাবদ আসবে। সেই ক্ষেত্রে বর্তমান মডেলের চেয়ে বেশি স্থিতিশীল বিকল্প হতে পারে মহিলাদের ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিমগুলি।

রাজ্যগুলিকে কী পরামর্শ
রিপোর্ট আরও বলছে, এর ভাল গুণও রয়েছে। এই ধরনের স্কিম বাজারে অস্থির ভর্তুকির প্রবণতা কমাতে সাহায্য করতে পারে। যেহেতু এই স্কিমগুলিকে মহিলাদের ক্ষমতায়ন ও নির্বাচনী সুবিধা পাওয়ার একটি উপায় হিসাবেই দেখা হয়, তাই এই নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে রাজ্যগুলিকে। রিপোর্টে ব্যাঙ্ক পরামর্শ হিসাবে রাজ্যগুলিকে এই ধরনের কল্যাণমূলক কর্মসূচি চালু করার আগে তাদের আর্থিক স্বাস্থ্য ও ঋণ নেওয়ার ক্ষমতা সাবধানে বিবেচনা করতে বলেছে।

Sukanya Samriddhi Yojna: সুকন্যা সমৃদ্ধিতে কত টাকা রাখলে আপনার মেয়ে হবে কোটিপতি ? জেনে নিন হিসেব

আরও দেখুন



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours