জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই সপ্তাহে টিআরপি তালিকায় আবারও শীর্ষস্থান দখল করল চেনা ধারাবাহিক ‘ফুলকি’। ধারাবাহিকটি পেয়েছে ৭.৭ নম্বর। দ্বিতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’, যা নতুন মোড়ে এগিয়ে গিয়ে ৭.০ নম্বর নিয়ে নিজের পুরনো জায়গা ফিরে পাওয়ার ইঙ্গিত দিচ্ছে।
আরও পড়ুন: বিচ্ছেদের পর কেটেছে ১২ বছর, মেয়ের জন্য নিলেন বড় সিদ্ধান্ত…
তৃতীয় স্থানে রয়েছে ‘গীতা এলএলবি’, যার প্রাপ্ত নম্বর ৬.৭। চতুর্থ স্থানে যৌথভাবে রয়েছে ‘নিম ফুলের মধু’ এবং ‘কথা’, উভয়ই পেয়েছে ৬.৬ নম্বর। তবে ‘কথা’-র রেটিংয়ে এই সপ্তাহে পতন দেখা গেছে, যা শীর্ষস্থান থেকে সরিয়ে চতুর্থ স্থানে নামিয়ে এনেছে।
আরও পড়ুন- Child Actor : সেদিনের শিশুশিল্পী আজকের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেতা-অভিনেত্রী…
পঞ্চম স্থানে রয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’, যার ঝুলিতে রয়েছে ৬.৪ নম্বর। ষষ্ঠ স্থানে ৬.১ নম্বর নিয়ে অবস্থান করছে স্টার জলসার ‘উড়ান’। এই সপ্তাহে সপ্তম স্থানে রয়েছে দুটি ধারাবাহিক— ‘আনন্দী’ এবং ‘রোশনাই’, উভয়ই পেয়েছে ৫.৮ নম্বর। অষ্টম স্থানে রয়েছে ‘শুভ বিবাহ’, যা ৫.৭ নম্বর অর্জন করেছে। নবম স্থানে রয়েছে ‘রাঙামতি তিরন্দাজ’, যার প্রাপ্ত নম্বর ৫.৩।
আরও পড়ুন- Sheikh Hasina: দিল্লিতে খোশমেজাজে এদিক ওদিক মোবাইলে কথা বলছেন হাসিনা, গোঁসা হচ্ছে ঢাকার…
দশম স্থানে রয়েছে স্টার জলসার তিনটি ধারাবাহিক— ‘অনুরাগের ছোঁয়া’, ‘হরগৌরী পাইস হোটেল’, এবং ‘তেঁতুলপাতা’, যেগুলো একসঙ্গে ৫.২ নম্বর অর্জন করেছে। এই সপ্তাহে স্টার জলসার ধারাবাহিকগুলোর ভালো ফলাফল টিআরপি তালিকায় সামনে এসেছে। এদিকে, ছোট পর্দায় আসছে একাধিক নতুন ধারাবাহিক ও পরিচিত মুখ। কোন ধারাবাহিক হাড্ডাহাড্ডি লড়াইয়ে সেরার তকমা ধরে রাখতে পারবে, সেই নিয়েই আগ্রহী দর্শকরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)