# Tags
#Blog

Tirupati temple stampede: বিশেষ দর্শন পেতে টিকিট বিলি! হুড়োহুড়িতে তিরুপতিতে পদপিষ্ট অন্তত ৭, ফের মৃত্যুমিছিল?

Tirupati temple stampede: বিশেষ দর্শন পেতে টিকিট বিলি! হুড়োহুড়িতে তিরুপতিতে পদপিষ্ট অন্তত ৭, ফের মৃত্যুমিছিল?
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে মর্মান্তিক দুর্ঘটনা। টিকিট নেওয়ার হুড়োহুড়ি করে পদপিষ্ট। এখনও পর্যন্ত মৃত ৭। নিহতের সংখ্যা বাড়তে বলে আশঙ্কা। জানা গিয়েছে, ১০ দিনের বিশেষ দর্শনের জন্য টোকেন পেতে বিশাল ভিড়। দুর্ঘটনার সময় সেখানে ৪ হাজারের বেশি ভক্ত উপস্থিত ছিল।

তিরুমালা তিরুপতি দেবস্থানাম (TTD), বৈকুণ্ঠ একাদশী এবং বৈকুণ্ঠ দ্বার দর্শনের ১০ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত করা হয়। তার জন্যই বুধবার সকাল থেকেই থিকথিকে ভিড়। অসংখ্য মানুষ দীর্ঘ লাইন দেয়। দুর্ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু শোকপ্রকাশ করেছেন। এবং তিনি আহতদের জন্য যথাযথ ত্রাণ ব্যবস্থা নিশ্চিত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

ইতোমধ্যেই তিরুমালা তিরুপতি দেবস্থানাম বোর্ডের চেয়ারম্যান বিআর নাইডু বর্তমানে একটি জরুরি বৈঠক করছেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তিনি। মুখ্যমন্ত্রী নাইডু এই ঘটনায় আহতদের চিকিৎসার বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন।

পুলিস সূত্রে খবর, মুখ্যমন্ত্রী সময়ে সময়ে জেলা এবং টিটিডি আধিকারিকদের সাথে কথা বলে বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত রয়েছেন। তিনি উচ্চপদস্থ আধিকারিকদের ঘটনাস্থলে যেতে এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য ত্রাণ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন:Meta Policy Changes: বাহ, মার্ক! মেয়েরা বাড়িতে ‘রাখার জিনিস’…ফেসবুকে এবার এসবও বলা যাবে?

আহতদের সঙ্গে দেখা করতে আগামীকাল সকালে তিরুপতি যাবেন মুখ্যমন্ত্রী। এমনকি তিনি TTD টোকেন কাউন্টারগুলির ব্যবস্থাপনা এবং নিরাপত্তা পর্যালোচনা করবেন, যেখানে ঘটনাটি ঘটেছে। অন্যদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ওয়াইএসআরসিপি সভাপতি ওয়াইএস জগন মোহন রেড্ডিও তিরুপতিতে টোকেন বিতরণ কেন্দ্রে ভক্তদের মৃত্যুর জন্য গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের জন্য সর্বোত্তম চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। রেড্ডি হাসপাতালে চিকিৎসাধীন আহত ভক্তদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

এদিকে জেলা কালেক্টর ডাঃ এস ভেঙ্কটেশ্বর এবং জেসি শুভম বানসাল অবিলম্বে রুয়া হাসপাতালে পৌঁছেছেন, পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং আহতদের উন্নত চিকিৎসা দেওয়ার জন্য পদক্ষেপ নিয়েছেন। একদিন আগেই তিরুমালা তিরুপতি দেবস্থানামের (টিটিডি) এক্সিকিউটিভ অফিসার (ইও) জে শ্যামলা রাও ১০ থেকে ১৯ জানুয়ারী, ২০২৫ এর মধ্যে নির্ধারিত বৈকুণ্ঠ একাদশী এবং বৈকুণ্ঠ দ্বার দর্শনামের জন্য বিশদ ব্যবস্থার রূপরেখা দিয়েছিলেন। তিনি জোর দিয়েছিলেন যে বৈকুণ্ঠ দ্বারয় সাধারণকে প্রদান করা। TTD-এর জন্য সর্বোচ্চ অগ্রাধিকার।

তিনি ঘোষণা করেছিলেন যে TTD এই সময়ের মধ্যে সাত লক্ষ ভক্তদের থাকার জন্য ব্যাপক ব্যবস্থা করেছে, যোগ করে যে বৈকুণ্ঠ দ্বার দশ দিনের জন্য খোলা থাকবে, সমস্ত তীর্থযাত্রীদের জন্য একটি মসৃণ এবং নিরাপদ দর্শনের অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য বিভিন্ন বিশেষ প্রোটোকল রয়েছে। ১০ জানুয়ারি, ভোর ৪.৩০ টায় প্রোটোকল দর্শন দিয়ে দর্শন শুরু হবে, তারপর সকাল ৮ টায় সর্বদর্শন হবে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal