NOW READING:
Gukesh Dommaraju: তামিল না তেলুগু? বিশ্বচ্যাম্পিয়নের শিকড় নিয়ে প্রশ্ন! বিতর্কে চন্দ্রবাবু-স্ট্যালিন
December 13, 2024

Gukesh Dommaraju: তামিল না তেলুগু? বিশ্বচ্যাম্পিয়নের শিকড় নিয়ে প্রশ্ন! বিতর্কে চন্দ্রবাবু-স্ট্যালিন

Gukesh Dommaraju: তামিল না তেলুগু? বিশ্বচ্যাম্পিয়নের শিকড় নিয়ে প্রশ্ন! বিতর্কে চন্দ্রবাবু-স্ট্যালিন
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাত্র ১৮ বছর বয়সে দাবার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাস লিখেছেন দোম্মারাজু গুকেশ (Gukesh Dommaraju)। চেন্নাইয়ের দাবাড়ু চিনের বর্তমান চ্যাম্পিয়ন ডিং লিরেনকে হারিয়ে নজির গড়েছেন। এই ঐতিহাসিক জয়ের ফলে গুকেশ হয়ে গেলেন ক্লাসিক্যাল চেসের সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন। আর এরপরেই গুকেশের শিকড় নিয়ে উঠল প্রশ্ন! তিনি তামিল না তেলুগু? বিতর্কের জন্ম দিলেন স্বয়ং দক্ষিণের দুই মুখ্যমন্ত্রী! আসরে অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নায়ডু (Chandrababu Naidu) এবং তামিলনাড়ুর এম কে স্ট্যালিন (MK Stalin)।

স্ট্যালিন তাঁর এক্স হ্যান্ডেলে গুকেশের সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, ‘১৮ বছর বয়সে দাবার সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার অভিনন্দন ডি গুকেশ, আপনার অসাধারণ কৃতিত্ব, ভারতের সমৃদ্ধ দাবা উত্তরাধিকারকে অব্যাহত রাখল। চেন্নাই আরও এক বিশ্বমানের চ্যাম্পিয়ন তৈরি করে বুঝিয়ে দিল যে, দাবার রাজধানী এই চেন্নাই। গুকেশ তামিলনাড়ু তোমাকে নিয়ে গর্বিত!’

আরও পড়ুন: গুকেশ বিশ্বচ্যাম্পিয়ন, ছুটে এলেন রজনীকান্ত, জড়িয়ে অঝোরে কাঁদলেন…

চন্দ্রবাবু আবার তাঁর এক্স হ্যান্ডেলে গুকেশের সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমাদের তেলেগু ছেলে ডি গুকেশ, ভারতীয় গ্র্যান্ডমাস্টারকে হার্দিক অভিনন্দন। মাত্র ১৮ বছর বয়সে বিশ্বের সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়ন হয়ে সিঙ্গাপুরে ইতিহাস রচনা করেছেন উনি! সমগ্র দেশে আপনার অবিশ্বাস্য কৃতিত্ব উদযাপন করছে। আগামী দিনে আপনার আরও অনেক জয় কামনা করি! 

আরও পড়ুন: ‘রাহুল পরিবারের…’ নেতা বেচে মালিকের উবাচ! ভাইরাল পডকাস্টের ভিডিয়ো

স্ট্যালিন গুকেশকে ৫ কোটি টাকা নগদ পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন। ওদিকে তামিলনাড়ু সরকার জানিয়েছেন গুকেশের উন্নতিতে তারা ৭৫ লক্ষ টাকা খরচ করবে। চন্দ্রবাবু-স্ট্যালিনের পোস্টের পর নেটিজেনরাও গুকেশের শিকড় নিয়ে ঝড় তুলেছেন…একেই মনে হয়ে বলে খ্য়াতির বিড়ম্বনা। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 





Source link