কলকাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পাস না পাওয়ায় নেতাজি ইন্ডোরের বাইরে চাকরিহারাদের বিক্ষোভ । পাস ঘুরপথে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারী শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মীদের একাংশের। পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিলে বচসা বাধে। চাকরিহারাদের দাবি, ২৬ হাজারের চাকরি গেছে। কোথাও যোগ্য-অযোগ্য বিভাজন করা যায়নি। তাহলে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার ক্ষেত্রে বিভাজন কেন? প্রশ্ন বিক্ষোভকারীদের। মুখ্যমন্ত্রী বলেননি, পাস নিয়ে ঢুকতে হবে, তাহলে কেন পুলিশ আটকাচ্ছে ? প্রশ্ন চাকরিহারাদের।
রাত থেকেই দূর-দূরান্ত থেকে আসা চাকরিহারাদের এদিন ভিড় দেখা যায় শহিদ মিনার চত্বরে। অভিযোগ, আজ ভোরে কয়েকজন সেখানে এসে নিজেদের চাকরিহারা বলে দাবি করেন। তাঁরা চাকরিহারাদের কাছে বৈঠকে যাওয়ার পাস চান বলে অভিযোগ। পাস দিতে না চাওয়ায় বচসা বাধে, বৈঠকের পাস ছিনতাই করার চেষ্টাও হয় বলে অভিযোগ। চাকরিহারাদের একাংশের দাবি, অযোগ্যরাই এভাবে গন্ডগোল পাকিয়ে বৈঠক বানচাল করতে চাইছে। বৈঠকের পাস পাওয়াকে কেন্দ্র করে তুমুল গন্ডগোল শুরু হয়ে যায়। কে যোগ্য, কে অযোগ্য, এই নিয়ে চলে বাগ্বিতণ্ডা। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, দু’পক্ষের মধ্যে হাতাহাতিও বেঁধে যায়।
বিস্তারিত আসছে…
আরও দেখুন