NOW READING:
‘আমরা খুবই মর্মাহত’, চাকরি হারিয়ে চোখের জলে ভাসছেন ২৬০০০ চাকরিজীবী
April 3, 2025

‘আমরা খুবই মর্মাহত’, চাকরি হারিয়ে চোখের জলে ভাসছেন ২৬০০০ চাকরিজীবী

‘আমরা খুবই মর্মাহত’, চাকরি হারিয়ে চোখের জলে ভাসছেন ২৬০০০ চাকরিজীবী
Listen to this article


 ABP Ananda Live: চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের রায় মানতে পারছেন না বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায়, কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে বৃহস্পতিবার ২৫ হাজার ৭৫২ জনের চাকরি বাতিল করেছে শীর্ষ আদালত। সেই নিয়ে দুপুরেই নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, “বিচারব্যবস্থাকে সম্মান করি। কিন্তু রায় মানতে পারছি না। যাঁরা চাকরি করছেন, তাঁদের কোনও টাকা ফেরত দিতে হবে না বলে উল্লেখ রয়েছে রায়ে।” (Mamata Banerjee)

এদিন মমতা বলেন, “বিচারব্যবস্থার প্রতি সর্বোচ্চ সম্মান আছে। কোনও বিচারপতির বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। আমিও আইনজীবী হিসেবে আমিও মামলা লড়েছি। পেশাদার হিসেবে না হলেও, মানবাধিকার এবং পড়ুয়াদের নিয়ে মামলা লড়েছি। কিন্তু দেশের নাগরিক হিসেবে আমার অধিকার আছে, আমি বিচারপতিকে সম্মান করেই বলছি, এই রায় মেনে নিতে পারছি না। আমি সমালোচনা না করলেও, রায় নিয়ে মতামত জানাতেই পারি মানবিকতার খাতিরে। আশাকরি বিকৃত করবে না, ভুল তথ্য ছড়াবেন না।” (SSC Case)



Source link