এসএসসি মামলার শুনানি আগামী বৃহস্পতিবার, কী হবে ২৬ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ?
Supreme Court of India: এসএসসি মামলার শুনানি আগামী বৃহস্পতিবার । নির্ধারিত হবে প্রায় ছাব্বিশ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ । বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় সুপ্রিম কোর্টে হবে শুনানি । পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে কি না, তা নিয়ে হবে সওয়াল জবাব । বৈধ চাকরি শনাক্ত করা সম্ভব কি না, তা নিয়েও হবে সওয়াল জবাব, জানালেন প্রধান বিচারপতি । এভিডেন্স অ্যাক্টের ৬৫(বি) ধারা নিয়ে কোনও আলোচনা হবে না’ । এ নিয়ে কোনও জটিলতায় ঢোকার প্রয়োজন নেই, জানালেন প্রধান বিচারপতি।
বাংলাদেশে ফের বিচারের নামে প্রহসন। জেলবন্দি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, ওকালতনামা নিয়ে গেলেও জামিনের শুনানি এগিয়ে আনার আবেদন খারিজ চট্টগ্রাম আদালতের। হেনস্থার পরেও অকুতোভয়। চট্টগ্রাম জেল থেকে ওকালতনামা নিয়ে সটান চট্টগ্রাম আদালতে। সংখ্যালঘুদের অধিকার রক্ষার লড়াই চলবে, প্রতিক্রিয়া রবীন্দ্র ঘোষের। স্থানীয় কোনও আইনজীবী নেই, একুশে আইন দেখিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবীর আবেদন খারিজ। ২ জানুয়ারিই হবে জামিন মামলার শুনানি। সপ্তাহ তিনেক জেলেই সন্ন্যাসী।