কলকাতা: কলকাতায় স্কুল সার্ভিস কমিশনের দফতরের বাইরে থেকে অনশন প্রত্যাহার করলেন চাকরিহারারা। চারদিনের মাথায় আচার্য সদন থেকে অনশন তুলে নেওয়া হল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকের পরও অনশন অব্যাহত ছিল। তিন জন অনশনে বসেছিলেন। দাবিপূরণ না হওয়া পর্যন্ত অনশন চলবে বলে জানিয়েছিলেন। কিন্তু SSC ভবনের সামনে থেকে রবিবার অনশন প্রত্যাহার করা হল। এবার জেলায় জেলায় গণস্বাক্ষর গ্রহণ কর্মসূচিতে নামতে চলেছেন চাকরিহারারা। (SSC Hunger Strike Withdrawn)
সল্টলেকে SSC ভবনের সামেন অনশনরত চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস গতকাল অসুস্থ হয়ে পড়েন। রাত ১.৩০টা নাগাদ মাথা ঘুরে পড়ে যান তিনি। পুলিশের সাহায্য় চাইলে কোনও সহযোগিতা মেলেনি বলে অভিযোগ। অসুস্থ চিকিৎসককে সতীর্থরা মিলে তাঁকে সল্টলেক সাব ডিভিশন হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক সুমনকে অনশন তুলে নিতে বলেন। ডানদিকের কিডনিতে কিছু সমস্যা আছে সুমনের। তাঁকে USG করতে বলা হয়। (Kolkata News)
তার পরও অনশনের সিদ্ধান্তে অনড় ছিলেন চাকরিহারারা। কিন্তু একবারও অনশনমঞ্চে সরকারের কেই আসেনি বলে অভিযোগ করেন চাকরিহারারা। তাঁদের বক্তব্য, “মাননীয়া মুখ্যমন্ত্রী কতটা নির্মম ভাবুন। আমদের বক্তব্য একটাই, যোগ্যদের তালিকাটা দিয়ে দিন। মিরর ইমেজ প্রকাশ করে রিভিউ পিটিশন দিয়ে যোগ্যদের চাকরিটা বাঁচান। দুর্নীতি হয়েছে, তার জন্য আমাদের পরিবার ভেসে যাবে! আমাদের ঋণ আছে, অসুস্থ বাবা -মা আছেন, আমরা কোথায় যাব?”
কসবায় চাকরিহারাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির পর, বৃহস্পতিবার সল্টলেকে আচার্য সদনের বাইরে ধর্নায় বসেন চাকরিহারারা। OMR শিটের মিরর ইমেজ প্রকাশের দাবিতে অনশন শুরু করেন তাঁদের এক প্রতিনিধি। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তাঁরা সেখান থেকে নড়বেন না বলে জানিয়েছিলেন। কিন্তু শুক্রবার করুণাময়ী থেকে মিছিল করে SSC ভবনের সামনে এসে পৌঁছন চাকরিহারাদের একাংশ। রাতভর সেখানেই অবস্থান করেন। কিন্তু ভোর হতেই পরিস্থিতি পাল্টে যায়।
জানা গিয়েছে, ভোরের আলো ফুটতে না ফুটতেই রাস্তা ফাঁকা করে দেওয়া হয়। তুলে দেওয়া হয় ব্যারিকেড। ফলে চাকরিহারাদের অবস্থান উঠে যায়। চাকরিহারারা জানান, SSC ভবনের সামনে থেকে উঠে গিয়ে গান্ধীমূর্তির পাদদেশ থেকে সরে যাচ্ছেন তাঁরা। রবিবার সকাল থেকে ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থান শুরু করেছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের একাংশ। হাইকোর্টের অনুমতি নিয়ে গান্ধীমূর্তির পাদদেশে ইতিমধ্যেই অবস্থান করছে ২০১৬ সালের ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের একাংশ। তাই পুলিশ তাঁদের অন্যত্র সরে যেতে বলে, এমনটাই দাবি চাকরিহারাদের। এরপরেই ওয়াই চ্যানেলে অবস্থান শুরু করেন চাকরিহারারা। অবস্থানের পাশপাশি পরবর্তী কর্মসূচি ঠিক করতে সকাল থেকে বৈঠকে বসেছেন সকলে।
আরও দেখুন