কলকাতা: রাতভর অবস্থানের পর এবার অনশন-আন্দোলনের পথে চাকরিহারারা। OMR শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি আন্দোলনে নেমেছেন সকলে। কসবায় DI অফিসে ডেপুটেশন কর্মসূচিতে পুলিশের লাঠি-লাথির প্রতিবাদে আন্দোলনে নামার পর, এবার সল্টলেকে SSC ভবনের কাছে লাগাতার অনশনে বসতে চলেছেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। অন্য দিকে, বৃহস্পতিবারই বেলা ১২টায় শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। নাগরিক সমাজকে এই মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এই আন্দোলন যাতে আর জি কর আন্দোলন না হয়ে যায়, সেই বার্তাও দেন আন্দোলনকারীরা। অনশন কর্মসূচির প্রথম পর্যায়ে শিক্ষক পঙ্কজ রায় অনশনে বসবেন। আপাতত একজন অনশনে বসছেন, এর পর ধাপে ধাপে সিদ্ধান্ত গৃহীত হবে বলে জানানো হয়েছে। (Hunger Strike by SSC Protesters)
বুধবার কসবায় চাকরিহারাদের ডিআই অফিস ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে শহর কলকাতা। এর পর রাতভর SSC ভবনের কাছে অবস্থান করেন চাকরিহারারা। বৃহস্পতিবার সকালে তাঁরা অনশন-আন্দোলনের ঘোষণা করেন। কিন্তু এতে কি সুরাহা হবে? আন্দোলনকারীরা বলেন, “গতকাল SSC-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করি। তিনি বলেছেন, মিরর ইমেজ আছে। যোগ্যদের পৃথক, নির্ভুল তালিকা প্রকাশ করা সম্ভব। আমরা দীর্ঘদিন ধরেই এই দাবি করে আসছি। কবে সেই তালিকা প্রকাশ করা হবে, যোগ্যদের চাকরি বাঁচাতে কবে রিভিউ পিটিশন করবেন, জানতে চাই। সেই প্রশ্নের কোনও উত্তর দিতে পারেননি। ২৪ ঘণ্টা হয়ে গেল SSC ভবনের সামনে আন্দোলনের বীজ বপণ করেছি। কাল ডিআই অফিস অভিযানে গিয়ে আমাদের সাথীদের উপর পুলিশের নির্বিচারে লাঠিচার্জকে ধিক্কার জানাই। কিন্তু আসল রোগ SSC-র ভবনে। সেখানেই আন্দোলনের বীজ বপণ করেছি আমরা। ভেদাভেদ ভুলে আপনারা সবাই আসুন।” (SSC Scam)
আন্দোলনকারীরা জানিয়েছেন, যোগ্যদের তালিকা প্রকাশ কবে হবে জানানো হয়নি। অনলাইনে থাকা মিরর ইমেজ প্রকাশ করতে বেশি সময় লাগার কথা নয়। যোগ্যদের চাকরি বাঁচাতে চাইলে রাজ্য সরকার এবং SSC সে ব্যাপারে সক্রিয় হতে পারে। আন্দোলনকারীদের মতে, যাঁরা পরিশ্রম করে চাকরি পেয়েছেন, যাঁদের নাম দুর্নীতিতে জড়ায়নি, তাঁদের কেন শাস্তিভোগ করতে হবে, প্রশ্ন তুলেছেন। রাত জেগে যে অনশন করছেন, পুলিশ ত্রিপল পর্যবন্ত পাততে দেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের। যোগ্যদের চাকরি বাঁচাতে এখনই OMR শিটের মিরর ইমেজ এবং যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, এবং তা না করা পর্যন্ত অনশন-আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। যেভাবে গতকাল যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের উপর লাঠিচার্জ হয়েছে, লাথি মারা হয়েছে, ভয় দেখানো হয়েছে, তা নিয়েও অনশন বলে জানিয়েছেন সকলে।
আর জি কর আন্দোলনের প্রসঙ্গ টেনে বলা হয়, “আর জি করের সেই গগনচুম্বী আন্দোলন আপনারা দেখেছেন কী ভাবে ধুলোয় মিশে গিয়েছিল! কারণ বিভাজন করে ফেলেছিল রাজ্য সরকার। আপনারা এই আন্দোলনকে বিভাজিত হতে দেবেন না। একসঙ্গে পথ চলুন। আজ শিয়ালদা থেকে রানি রাসমণি পর্যন্ত যে মিছিল রয়েছে, সেই মিছিলের শেষে আচার্য সদনমুখী হোন। নিজেদের মেধায় পাওয়া ফিরে পেতে, আপসহীন লড়াইয়ের জন্য সংকল্প নিয়ে এখানে আসবেন আশা করি।”
চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, SSC-র তরফেই তাঁদের নাম সুপারিশ করা হয়েছিল। যোগ্যতা এবং মেধার প্রমাণ দিয়ে চাকরি পান তাঁরা। তাই চাকরি ফিরিয়ে দিতে পারে SSC-ই। কমিশন মিরর ইমেজ থাকার কথা স্বীকার করেছে। তাঁরাও চান, ২৩ লক্ষ OMR ওয়েবসাইটে প্রকাশ করা হোক, তাতে যোগ্য-অযোগ্য বাছা সম্ভব হবে এবং তাঁরা সসম্মানে পুনর্বহাল হতে পারবেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকার বার্তা দিচ্ছেন। অথচ OMR তালিকা সামনে আসছে না। তাই আর প্ররোচনায় পা দেবেন না তাঁরা, বিভ্রান্ত হবেন না। সুবিচার পেতে মহাত্মা গাঁধীর দেখানো সত্যাগ্রহের পথই বেছে নিচ্ছেন।
আরও দেখুন