<p>ABP Ananda Live: চাকরি ফেরানোর দাবিতে রাতভর সল্টলেকে SSC ভবনের কাছে শিক্ষকদের অবস্থান। সম্মানজনক সমাধান না মেলা পর্যন্ত খোলা আকাশের নীচে ধর্না চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তাঁরা। এদিকে, SSC ভবনের দেওয়ালে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারার একটি নোটিস সেঁটে দিয়েছে বিধাননগর কমিশনারেট।নোটিসের তারিখ ২১ ফেব্রুয়ারি, নোটিসে লেখা, ২২ ফেব্রুয়ারি থেকে ২২ এপ্রিল পর্যন্ত SSC ভবনের সামনে জমায়েত ও মাইক বাজানো নিষেধ। চাকরি ফেরানোর দাবিতে রাতভর সল্টলেকে SSC ভবনের কাছে শিক্ষকদের অবস্থান। সম্মানজনক সমাধান না মেলা পর্যন্ত খোলা আকাশের নীচে ধর্না চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তাঁরা। এদিকে, SSC ভবনের দেওয়ালে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারার একটি নোটিস সেঁটে দিয়েছে বিধাননগর কমিশনারেট। নোটিসের তারিখ ২১ ফেব্রুয়ারি, নোটিসে লেখা, ২২ ফেব্রুয়ারি থেকে ২২ এপ্রিল পর্যন্ত SSC ভবনের সামনে জমায়েত ও মাইক বাজানো নিষেধ। </p>
Source link
রাত পেরিয়ে সকাল, এখনও অবস্থানে চাকরিহারা শিক্ষকরা
