ABP Ananda Live: চাকরি ফেরানোর দাবিতে রাতভর সল্টলেকে SSC ভবনের কাছে শিক্ষকদের অবস্থান। সম্মানজনক সমাধান না মেলা পর্যন্ত খোলা আকাশের নীচে ধর্না চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তাঁরা। এদিকে, SSC ভবনের দেওয়ালে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারার একটি নোটিস সেঁটে দিয়েছে বিধাননগর কমিশনারেট। নোটিসের তারিখ ২১ ফেব্রুয়ারি, নোটিসে লেখা, ২২ ফেব্রুয়ারি থেকে ২২ এপ্রিল পর্যন্ত SSC ভবনের সামনে জমায়েত ও মাইক বাজানো নিষেধ। (SSC Scam)
বুধবার সকাল থেকে কলকাতা -সহ জেলা থেকে দফায় দফায় চাকরিহারাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এর পর বুধবার রাত ১০টা নাগাদ আচার্য সদনের ফটকের সামনে, বিধাননগর কমিশনারেটের তরফে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারার একটি নোটিস আটকানো থাকতে দেখা যায়। আচার্য সদনের আশেপাশে এবং পাশের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় কোনও রকম জমায়েত করা যাবে না। এর পাঁচ থেকে ছ’টি বিল্ডিংয়ের ব্যবধানেই রাতভর অবস্থান করেন চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। (Kolkata News)