NOW READING:
চাকরি গেছে অঙ্কের ৩ শিক্ষকের, হেলেঞ্চা হাইস্কুলে চূড়ান্ত দুরবস্থা
April 10, 2025

চাকরি গেছে অঙ্কের ৩ শিক্ষকের, হেলেঞ্চা হাইস্কুলে চূড়ান্ত দুরবস্থা

চাকরি গেছে অঙ্কের ৩ শিক্ষকের, হেলেঞ্চা হাইস্কুলে চূড়ান্ত দুরবস্থা
Listen to this article



<p>ABP Ananda Live: সুপ্রিম কোর্টের চাকরি বাতিল রায়ের পর বাগদার স্কুলে চাকরি গেছে ৪ জন শিক্ষকের। যার মধ্যে ৩ জনই অঙ্কের শিক্ষক। ৩ জনই চলে যাওয়ায়, এই মুহূর্তে স্কুলে নেই একজন অঙ্কের শিক্ষকও। চাকরি চলে গেছে পদার্থবিদ্যার একমাত্র শিক্ষকেরও। স্কুল চালাতে হিমসিম খাচ্ছেন হেলেঞ্চা উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা।</p>
<p>&nbsp;</p>
<p><strong>বাধ্য হয়ে হালকা বলপ্রয়োগ, বলছে কলকাতা পুলিশ ; লাথি মারা কাম্য নয়&hellip;মন্তব্য পুলিশ কমিশনারের&nbsp;</strong></p>
<p>চাকরি হারিয়ে সর্বহারা তাঁরা। সেই চাকরি দাবিতেই এদিন গর্জে উঠেছিলেন। জেলায় জেলায় DI অফিস অভিযানের ডাক দেন সদ্য চাকরহারারা। আর কসবায় DI অফিসে আন্দোলন করতে গিয়ে জুটল পুলিশের লাঠি। রীতিমতো মাটিতে ফেলে পেটানো হল তাঁদের। এখানেই শেষ নয়, সদ্য চাকরিহারাদের লাথিও মারল পুলিশ। পাল্টা পুলিশের দাবি, হামলা করা হয়েছে তাদের উপরও।&nbsp;&nbsp;</p>



Source link